পটুয়াখালী
পটুয়াখালীতে বিজয় র্যালিকে কেন্দ্র করে ছাত্রদলের দুই পক্ষের সং..ঘ..র্ষ, আ.হ.ত ৪
পটুয়াখালীর বাউফলে বিজয় দিবসের র্যালিকে কেন্দ্র করে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের চারজন আহত হয়েছেন। সোমবার (১৬ ডিসেম্বর) সকালে উপজেলার সরকারি কলেজের সামনে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মিজানুর রহমান, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আমির হোসেন, পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক হৃদয় রায়হান এবং ৮ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক রেদোয়ান।
এদের মধ্যে মিজানুর রহমান ও আমির হোসেনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি দুজনকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলা ছাত্রদল ও পৌর ছাত্রদলের পৃথক র্যালিকে কেন্দ্র করে সরকারি কলেজের সামনে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। এসময় মিজানুর রহমান, হৃদয় রায়হান ও রেদোয়ান আহত হন। প্রথমে হৃদয় ও রেদোয়ানকে হাসপাতালে ভর্তি করা হয়। এর কিছুক্ষণ পরে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মিজানুর রহমানকে নিয়ে পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক আমির হোসেন হাসপাতালে পৌঁছালে হৃদয় ও রেদোয়ানের অনুসারীরা তাদের ওপর হামলা করেন। এসময় আমির হোসেনের মাথা ফেটে যায়। পরে স্বেচ্ছাসেবক দলের সিনিয়র নেতাকর্মী ও উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, কলেজের ছাত্রদের মধ্যে মারামারির ঘটনার খবর পেয়েছি। তবে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।