উজিরপুর
বরিশালে গলায় ফাঁস দিয়ে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা
বরিশাল জেলার উজিরপুরে গলায় ওড়না প্যাচিয়ে প্রবাসীর স্ত্রী আত্মহত্যা করেছে। এ ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে।
সূত্রে জানা যায়- উপজেলার সাতলা গ্রামে গতকাল সকালে এ ঘটনা ঘটে। সাতলা ১ নং ওয়ার্ড আলামদি গ্রামের আব্দুর রাজ্জাক ঘরামির মেয়ে রেশমা বেগম(২৪) তার বাবার বসতঘরের আড়ার সাথে ওড়না প্যাচিয়ে আত্মহত্যা করে। জানা যায় ১০ বছর পূর্বে রেশমা বেগমের তার আপন ফুফাতো ভাইয়ের সাথে বিবাহ হয়। তার স্বামী বাইজিদ ৪ মাস পূর্বে সৌদি আরব যান। তাদের দাম্পত্য জীবনে আট বছরের বুশরা নামের একটি কন্যা সন্তান রয়েছে। গতকাল রবিবার সকাল ১১ টার দিকে রেশমার মেয়ে বুশরা তার নানার ঘরে ঢুকেই ঝুলন্ত অবস্থায় মায়ের লাশ দেখতে পেয়ে ডাকচিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে এবং সবাই মিলে এলাকার একটি ক্লিনিকে নিয়ে রওনা দিলে পথিমধ্যে তার মৃত্যু হয়। বিষয়টি উজিরপুর মডেল থানায় অবহিত করা হলে এস আই বিপ্লব কুমার বাড়ৈ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল মর্গে প্রেরণ করা হয়।
সোমবার (১৬ ডিসেম্বর) বিকেলে ময়নাতদন্ত তার জানজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা হয়নি এবং আত্মহত্যার কারন জানা যায়নি। মৃত্যুর কারণ সম্পর্কে কোন তথ্য পাওয়া যায়নি।