আমতলি
বরগুনায় ৫ কেজি গাঁজাসহ মাদক বিক্রেতা আটক
নিজস্ব প্রতিবেদক : বরগুনার আমতলীতে ৫ কেজি গাঁজাসহ আমিরুল (৩৪) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ১০ টার সময় আমতলী উপজেলার গাজীপুর বন্দর থেকে গোপন সংবাদেও ভিত্তিতে তাকে আটক করা হয়। বুধবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
বরগুনা জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, আমতলী উপজেলার আঠারগাছিয়া ইউনিয়নের মস্তফা মাতুব্বরের ছেলে মো. আমিরুল ইসলাম দীর্ঘ দিন ধওে গাঁজা বিক্রি কওে আসছে।
মঙ্গহলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বরগুনা জেলা গোয়েন্দা পুলিশের এসআই বিকাশ কর্মকারের নেতৃত্বে একদল পুলিশ আমিরুলের বাড়িতে অভিযান পরিচালনা কওে তাকে আটক করে।
পরে তার ঘরে অভিযান চালিয়ে ৫কেজি ১০০গ্রাম জব্দ করে। আটককৃত আমিরুল দীর্ঘদিন ধরে পুলিশের চোখ ফাকি দিয়ে মাদক বিক্রি করে আসছে। এঘটনায় এসআই বিকাশ কর্মকার বাদী হয়ে আমতলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।
বরগুনা জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচর্জ মো. ইকরাম হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মাদক বিক্রেতা আমিরুলকে ৫ কেজি ১শ’গ্রাম গাঁজাসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আমতলী থানায় মামলা করা হয়েছে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুল ইসলাম জানান, ৫কেজি ১শ’গ্রাম গাঁজাসহ আটক আমিরুলের বিরেুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করা হয়েছে। বুধবার দুপুরে তাকে আমতলী উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।