আন্তর্জাতিক
ইসরায়েলে পৌঁছেছে শক্তিশালী মার্কিন বোমার চালান, গাজায় ব্যবহারের শঙ্কা
যুক্তরাষ্ট্র থেকে ইসরায়েলে শক্তিশালী এমকে-৮৪ বোমার একটি চালান পৌঁছেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার পূর্বসূরি জো বাইডেন প্রশাসনের আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর এই বোমা পাঠানো হয়েছে বলে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। তুরস্কের সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এ খবর জানিয়েছে।
এমকে-৮৪ হলো ২ হাজার পাউন্ড ওজনের বোমা, যা পুরু কংক্রিট ও ধাতু ভেদ করতে সক্ষম এবং বড় আকারের বিস্ফোরণ সৃষ্টি করতে পারে। ফিলিস্তিনের গাজা উপত্যকার ঘনবসতিপূর্ণ এলাকায় এর প্রভাব নিয়ে উদ্বেগের কারণে বাইডেন প্রশাসন এই বোমা ইসরায়েলে রফতানির অনুমোদন দেয়নি।
২০২৩ সালের ৭ অক্টোবরের পর বাইডেন প্রশাসন ইসরায়েলে হাজার হাজার ২ হাজার পাউন্ড ওজনের বোমা পাঠিয়েছিল। তবে পরে একটি চালান আটকে রাখে। গত মাসে ট্রাম্প এই নিষেধাজ্ঞা তুলে নেন।
গাজায় তেল আবিবের বর্বর যুদ্ধ শুরুর পর থেকে ওয়াশিংটন ইসরায়েলকে কয়েক বিলিয়ন ডলারের সহায়তা ঘোষণা করেছে।
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ শনিবার রাতে বলেছেন, ট্রাম্প প্রশাসন যে বোমার চালান ইসরায়েলে পাঠিয়েছে, তা বিমানবাহিনী ও আইডিএফের জন্য একটি গুরুত্বপূর্ণ সম্পদ এবং ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে শক্তিশালী মিত্রতার আরেকটি প্রমাণ।
এই চালান পৌঁছানোর আগে গত মাসে গাজায় সমঝোতায় পৌঁছানো নাজুক যুদ্ধবিরতি টিকে থাকবে কিনা, তা নিয়ে কয়েক দিন ধরে উদ্বেগ তৈরি হয়েছিল। উভয় পক্ষই যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘনের অভিযোগ এনেছে। এই যুদ্ধবিরতির মাধ্যমে গাজায় আটক জিম্মিদের বিনিময়ে ইসরায়েলি কারাগারে আটক ফিলিস্তিনি বন্দি ও আটকদের মুক্তি দেওয়ার কথা ছিল।