ঝালকাঠি
ইজিবাইকে মাইক্রোবাসের ধাক্কা, ব্যবসায়ী নিহত
নিজস্ব প্রতিবেদক ॥ ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় ননী বণিক নামের ৪৫ বছর বয়সী এক ক্ষুদ্র ব্যবসায়ী নিহত হয়েছেন। শনিবার বিকেল সাড়ে ৪টায় ঝালকাঠির কেফাইত নগরে একটি মাইক্রোবাস ইজিবাইককে ধাক্কা দিলে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী মিজানুর রহমান মৃধা বলেন, ব্যাটারিচালিত ইজিবাইকে করে কীর্তিপাশা ইউনিয়নে যাচ্ছিলেন ননী বণিক। এ সময় বিপরীত দিক থেকে আসা কীর্তিপাশা নার্সিং ইনস্টিটিউটের একটি মাইক্রোবাস ইজিবাইকটিকে ধাক্কা দেয়।
গুরুতর আহত অবস্থায় পথচারীরা ননীকে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে জানান।
এ তথ্য জানিয়েছে ঝালকাঠি সদর থানার উপপরিদর্শক (এসআই) গৌতম কুমার ঘোষ।
হাসপাতাল থেকে নিহতের লাশ হেফাজতে নিয়েছে থানা পুলিশ। আজ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে বলে জানিয়েছেন সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাসির উদ্দিন সরকার।