বরিশাল
ইউপি চেয়ারম্যান খোকনের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচারের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল সদর উপজেলার ১নং রায়পাশা কড়াপুর ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান খোকনের বিরুদ্ধে পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করার অভিযোগ উঠেছে। আসন্ন ইউপি নির্বাচনকে কেন্দ্র করে চেয়ারম্যানের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে একটি সংঘবদ্ধ চক্র। ছড়িয়েছে নানান প্রোপাগান্ডা। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংবাদপত্রে বানোয়াট সংবাদ ছাপিয়ে মিথ্যাচার করা হয়েছে। এটা কোনোভাবেই কাম্য হতে পারে না বলে এলাকার সচেতন মহল মনে করেন। ঘটনার সুষ্ঠ তদন্তের দাবী জানিয়েছেন তারা। চেয়ারম্যান খোকনের সুনাম ক্ষুন্নের অপচেষ্টা চালানো হচ্ছে বলে এলাকাবাসী দাবী করেন।
সূত্রমতে, গত ১২ ডিসেম্বর শনিবার সন্ধ্যায় ইউনিয়ন পরিষদের সভাকক্ষে মহিলা ইউপি সদস্য খাদিজার সাথে আসন্ন নির্বাচন নিয়ে আলাপকালে কথার কাটাকাটি হয়। উক্ত ঘটনাটিকে কেন্দ্র করে ষড়যন্ত্রের জাল বুনেছে একটি পক্ষ এবং তাকে মারধর করেছে বলে অপপ্রচার চালায়। শুধু তাই নয়, চেয়ারম্যাকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসাতে খাদিজা মেম্বারকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে মজার বিষয় হলো হাসপাতালে ভর্তির কিছুক্ষণ পরেই খাদিজা মেম্বার হাসাপাতাল থেকে পালিয়ে গেছে বলে একটি সূত্র নিশ্চিত করেছে। অপরদিকে ঘটনার সত্যতা জানতে হাসপাতালে গিয়েও দেখা মেলেনি ওই মেম্বারের। এ ব্যাপারে জানতে খাদিজা মেম্বারের ০১৭৪৭-৮২৬৬৯০ এই নাম্বারে কল দিলে তার মেয়ে জানায়, মা ব্যস্ত একটু পরে আপনাকে কল দিবে।
কিন্তু এক ঘন্টা পরে পুনরায় তার মোবাইলে কল দিলেও তিনি রিসিভ করেনি। এদিকে মারধরের অভিযোগ অস্বীকার করে ইউপি চেয়ারম্যান খোকন জানান, আগামী নির্বাচনকে কেন্দ্র করে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে প্রতিপক্ষ। সরকারের ভাবমূর্তি ও এলাকার উন্নয়ন বাঁধাগ্রস্থ করতে মরিয়া হয়ে উঠেছে তারা। আমাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করতে আলফা-মাহেন্দ্র সংগঠনের সাধারণ সম্পাদক শাহরিয়ার বাবু এবং আনোয়ার হেসেন পলাশ মরিয়া হয়ে উঠেছে বলে অভিযোগ করেন। তারাই সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে আমার বিরুদ্ধে সংবাদ করিয়েছে, যার কোনো সত্যতা নেই। তিনি বলেন, ঘটনার সত্যতা জানতে জেলা আ’লীগের পক্ষ থেকে ২ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। তিনি আরো বলেন, কোনো ষড়যন্ত্র আমাকে বাঁধাগ্রস্ত করতে পারবে না। কারণ আমি রাজনীতি করি জনগণের জন্য আর আমি কেমন মানুষ সেটা ১নং রায়পাশা কড়াপুর ইউনিয়নের জনগণই জানে।