আমতলি
আমতলী-ঢাকা নৌরুটে দিনে ২টি লঞ্চ চালুর দাবী
নিজস্ব প্রতিবেদক ॥ বরগুনার জেলার আমতলী, তালতলী, কলাপাড়া, বরগুনা সদর উপজেলা থেকে প্রতিদিন কমপক্ষে এক হাজার যাত্রী আমতলী-ঢাকা নৌরুটে চলাচল করে। তাই তাদের দাবী এই রুটে প্রতিদিন দুইটি লঞ্চ চালু করার। বর্তমানে এই রুটে লঞ্চ এম.ভি ইয়াদ, তরঙ্গ-৭, সুন্দরবন-৭ লঞ্চের মধ্যে দিনে একটি আমতলী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। পথে মির্জাগঞ্জ উপজেলাসহ আরও ৬টি স্থান থেকে যাত্রী নেয়। একটি মাত্র লঞ্চ থাকায় যাত্রীদের জিম্মি করে ইচ্ছামত ভাড়া আদায় করা হয় বলে অভিযোগ তাদের। এমনকি কেবিনের কৃত্রিম সংকট তৈরি করে কেবিন যাত্রীদের কাছ থেকেও অতিরিক্ত ভাড়া আদায় করার অভিযোগ রয়েছে। আমতলী থেকে প্রতিদিন দুটি করে লঞ্চ চলাচলের দাবি দীর্ঘদিনের। ২০১৮সালের মে মাসে তৎকালীন নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান আমতলী লঞ্চ টার্মিনাল উদ্বোধন করতে এলে স্থানীয় সাংবাদিকদের দাবির মুখে তিনি দুইটি লঞ্চ চলাচলের আশ্বাস দেন। নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খানের সুপারিশসহ ১১ সেপ্টেম্বর ২০১৮ বিআইডব্লিউটিএ চেয়ারম্যান বরাবরে আবেদন জমা দিলে বিআইডবিস্নওটি এর উপ-পরিচালক, চেয়ারম্যান বাঅনৌচ (যাপ) সংস্থার কাছে লঞ্চ চালু করার জন্য চিঠি দেন। কিন্তু মালিকদের তোপের মুখে তা বন্ধ হয়ে যায়। অন্যান্য মালিকরা এ রুটে লঞ্চ চালাতে আগ্রহী থাকলেও মালিকদের সিন্ডিকটের কারণে তারা এগুতো পারছে না।