তালতলী
আমতলীতে স্বামীর মৃত্যুর ১৯ দিন পরে করোনায় অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক ॥ কিডনি রোগে আক্রান্ত হয়ে স্বামী বশির উদ্দিনের মৃত্যুর ১৯ দিন পরে সাত মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী মারিয়া আক্তার (২৯) প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। ঘটনা ঘটেছে শনিবার সকালে আমতলী উপজেলার চালিতাবুনিয়া গ্রামে।
জানা গেছে, আমতলী একে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. বশির উদ্দিন হাওলাদার গত ৫ বছর ধরে কিডনি সমস্যায় ভুগছিলেন। স্বামীকে বাঁচাতে স্ত্রী মারিয়া আক্তার প্রাণপণ চেষ্টা করে হেরে যান।
গত ১৬ আগস্ট স্বামী বশির উদ্দিন মারা যান। স্বামীর মৃত্যুর পরই প্রাণঘাতী করোনায় আক্রান্ত হন স্ত্রী মারিয়া। ১৯ দিন সাত মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী মারিয়া প্রাণঘাতী করোনা ভাইরাসের সঙ্গে যুদ্ধ করে শনিবার সকাল ৮টার দিকে বরিশাল শেবাচিম হাসপাতালে মারা যান।
১৯ দিনের মাথায় স্বামী-স্ত্রীর এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারে চলছে শোকের মাতম।
শনিবার বাড়িতে মারিয়ার মরদেহ নিয়ে আসা হলে স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। দুপুরে জানাজা শেষে মরহুমার মরদেহ গ্রামের বাড়ি চাওড়া চালিতাবুনিয়া পারিবারিক কবরস্থানে স্বামী বশির উদ্দিনের পাশেই দাফন করা হয়।
মারিয়ার নানা আবদুস ছালাম মাস্টার কান্নারত কণ্ঠে বলেন, এমন মর্মান্তিক মৃত্যু যেন আল্লাহ কাউকে না দেয়। স্বামীর মৃত্যুর ১৯ দিন পরে স্ত্রী মারিয়া সাত মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় মারা গেছেন। মারিয়ার সাত বছরের একমাত্র ছেলে মারজানকে দেখাশুনা করা আর কেউ রইলো না।