আমতলি
আমতলীতে মাস্ক ক্যাম্পেইন
নিজস্ব প্রতিবেদক ॥ প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে সাধারণ মানুষকে সচেতনতার লক্ষে এবং নিয়মিত মাস্ক পরার অভ্যাস গড়ে তুলতে সোমবার সকালে আমতলীতে মাস্ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। আমতলী প্রেসক্লাব, আমতলী সাংবাদিক ইউনিয়ন, বে-সরকারী সংস্থা এনএসএস ও যুব রেড-ক্রিসেন্ট সোসাইটির’র যৌথ উদ্যোগে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
আমতলী উপজেলা পরিষদ কার্যালয় প্রাঙ্গণে মাস্ক ক্যাম্পেইন উদ্বোধন করেন আমতলী উপজেলা নির্বাহী কর্মকতা মো. আসাদুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন বে-সরকরী সংস্থা এনএসএস’র নির্বাহী পরিচালক অ্যাডভোকেট শাহাবুদ্দিন পান্না, প্রেসক্লাব সভাপতি মো. রেজাউল করিম,
সাবেক সভাপতি মো. জাকির হোসেন, একেএম খায়রুল বাশার বুলবুল, আমতলী সাংবাদিক ইউনিয়ন সভাপতি মো. জসিম উদ্দিন সিকদার,সাধারণ সম্পাদক মো. জয়নুল আবেদীন,
সাংবাদিক এইচ এম কাওসার মাদবর, এনজিও কর্মী মো. জহিরুল ইসলাম, আশুতোষ রায়, যুবরেড ক্রিসেন্ট কর্মী মো. আল ইমরান ও আবু তাহের প্রমুখ। এ মাস্ক ক্যাম্পেইন পৌর শহরের বিভিন্ন সড়কে সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরন করেন।