আমতলি
আমতলীতে নারীর লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক ॥ আমতলী উপজেলার সদর ইউনিয়নের উত্তর টিয়াখালী খালের স্লুইস গেট এলাকা থেকে মঙ্গলবার সকাল ১১ টার সময় অজ্ঞাত পরিচয়ের (৫৫) এক নারীর লাশ উদ্ধার করেছে আমতলী থানা পুলিশ।
সকালে লাশটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
আমতলী থানার ওসি তদন্ত সুকুমার সরকার জানান, উত্তর টিয়াখালী খালের স্লুইস গেট থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে।
ময়না তদন্তের জন্য লাশটি বরগুনার মর্গে পাঠানো হয়েছে। আমতলী থানায় ইউডি মামলা হয়েছে।