বরিশাল
আবারও পূর্ণ সক্ষমতায় উৎপাদনে ফিরলো পায়রা বিদ্যুৎ কেন্দ্র, কমবে লোডশেডিং
পটুয়াখালীর পায়রা বিদ্যুৎ কেন্দ্র আবার পূর্ণ সক্ষমতায় উৎপাদন শুরু করেছে। এই কেন্দ্রের বন্ধ থাকা ৬২২ মেগাওয়াটের দ্বিতীয় ইউনিট সোমবার বিকেল ৪টা ৪০ মিনিট থেকে পুনরায় বিদ্যুৎ উৎপাদন শুরু করেছে। রক্ষণাবেক্ষণের জন্য গত ২৫ জুন থেকে ইউনিটটি বন্ধ ছিল।
কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রটির মোট উৎপাদন ক্ষমতা ১ হাজার ২৪৪ মেগাওয়াট। পুরো ক্ষমতায় বিদ্যুৎ উৎপাদন শুরু হওয়ায় লোডশেডিং কমবে বলে আশা স্বংশ্লিষ্টদের।
বাংলাদেশ ও চীনের যৌথ উদ্যোগে গঠিত বাংলাদেশ-চায়না পাওয়া কোম্পানি (বিসিপিসি) পটুয়াখালীর পায়রায় এই বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণ করে। বিদ্যুৎকেন্দ্রটির মালিকানায় বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান নর্থওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানির (এনডব্লিউপিজিসিএল) এবং চীনের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান চায়না ন্যাশনাল মেশিনারি ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট করপোরেশনের (সিএমসি) সমান (৫০:৫০) অংশীদারিত্ব রয়েছে। কয়লা আসে ইন্দোনেশিয়া থেকে।