জাতীয়
আটকে থাকা চার উপনির্বাচন জুলাইয়ে
রিপোর্ট দেশ জনপদ ॥ করোনাভাইরাসের (কোভিড-১৯) কারণে আটকে থাকা চার সংসদীয় আসনের উপনির্বাচন জুলাইয়ে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার।
আজ বুধবার বিকালে কমিশনের বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান। কমিশনের আজকের সভায় সভাপত্বি করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।
হুমায়ুন কবীর জানান, আগামী ২৪ মে কমিশনের পরবর্তী বৈঠকে এই নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। এ ছাড়া প্রথম ধাপের ৩৭১ ইউপি নির্বাচন, ১১ পৌরসভার আটকে থাকা ভোটের বিষয়েও এদিন সিদ্ধান্ত হবে।
জুলাইয়ে যে চার আসনে উপনির্বাচন হবে তা হলো- লক্ষীপুর-২, সিলেট-৩, ঢাকা-১৪ ও কুমিল্লা-৫ আসন।