আগৈলঝাড়া
আগৈলঝাড়ায় ইয়াবাসহ শিক্ষক গ্রেফতার
গৌরনদী প্রতিনিধি ॥ জেলার আগৈলঝাড়া থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ কোচিং শিক্ষক ও তার অপর সহযোগিকে গ্রেফতার করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। থানার ওসি মোঃ আফজাল হোসেন জানান, মাদক কেনা বেচার খবর পেয়ে গত রবিবার দিবাগত মধ্যরাতে উপজেলার গৈলা বাজারের পূর্ব পাশের রহমান খলিফার নির্মানাধীন ভবনের সামনের রাস্তায় অভিযান চালানো হয়। অভিযানে গৌরনদী পৌরসভার ৮নং ওয়ার্ড গেরাকুল গ্রামের বাসিন্দা মৃত সিরাজুল ইসলাম বেপারীর পুত্র কোচিং শিক্ষক সোলায়মান হোসেনকে ৫৫ পিচ ও উত্তর শিহিপাশা গ্রামের আব্দুর রব ভূঁইয়ার পুত্র ফিরোজ হোসেন সোহাগ ভূঁইয়াকে ৬৫পিচ ইয়াবাসহ গ্রেফতার করেছে। ইয়াবাসহ দুই ব্যবসায়িকে গ্রেফতারের ঘটনায় গত রবিবার রাতেই এসআই জামাল হোসেন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেছেন।