আগৈলঝাড়া
আগৈলঝারায় কলেজ শিক্ষক কর্তৃক ছাত্রী ধর্ষণ
আগৈলঝাড়া প্রতিনিধি ॥ বরিশালের আগৈলঝাড়ার আহুতি বাট্টা গ্রাম ও রামশীল কলেজের সঙ্গীত শিক্ষক রজত লাল হালদারের বিরুদ্ধে আগৈলঝাড়া থানায় একটি ধর্ষন মামলা চলমান রয়েছে। সম্প্রতি ওই কলেজ শিক্ষকের বিরুব্ধে আহুতি বাট্টা গ্রামে এক ছাত্রীকে খাবারে সাথে নেশাজাতীয়দ্রব্য খাইয়ে অচেতকরে আবারও ধর্ষন চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই শিক্ষককে স্থানীয়রা জুতা পেটা করে এক মাসের জন্য সমাজ থেকে আলাদা করে এক ঘড়ে করে রাখা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় ও ভুক্তভোগীর পরিবার অভিযোগ করে বলেন, আগৈলঝাড়া উপজেলার আহুতি বাট্টা গ্রামের সুধীর রঞ্জন হালদারের ছেলে কোটালীপাড়া রামশীল কলেজের সঙ্গীত শিক্ষক রজত লাল হালদার সম্প্রতি (কয়েকদিন পূর্বে) সিঙ্গারার সাথে চেতনা নাশক ঔষধ খাইয়ে একই বাড়ির এক স্কুল ছাত্রীকে অচেতন করে ধর্ষনের চেষ্টা করে। এঘটনায় গত ৯ জুলাই স্থানীয়রা তাকে (শিক্ষক রজতকে) জুতাপেটা করে এক মাসের জন্য সমাজ থেকে আলাধা করে এক ঘড়ে করে রাখে। ভুক্তভোগীদের অবিভাবক সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, রজত আমার মেয়েকে কু- প্রস্তাব দেয়, তাতে রাজি না হলে ঘটনার দিন সন্ধ্যায় সিঙ্গারার সাথে চেতনা নাশক ঔষধ খাইয়ে মেয়েদের অজ্ঞান করে ইজ্জত নষ্ট করার চেষ্টা করে। সে অনেক মেয়ের ইজ্জত নষ্ট করেছে, তার অত্যাচারে অতিষ্ট হয়ে এলাকার দুইটি মেয়ে এদেশ থেকে ভারতে চলে গেছে, আমরা ওই শিক্ষকের বিচার চাই। এর আগে রজত লাল হালদার এক স্কুল ছাত্রীকে জোর পুর্বক ধর্ষন করে এঘটনায় তার বিরুব্ধে বরিশাল নারী শিশু আদালতে একটি ধর্ষনের মামলা বিচারাধীন রয়েছে। এছারা ও শিক্ষক রজত লাল হালদার একজন মাদকাসক্ত। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন সাংবাদিকদের জানান, রজত একজন নারী লোভী ও মাদক সেবনকারি, সে প্রতিনিয়ত মাদক সেবন করে। তার ভয়ে এলাকার কেউ মুখ খুলতে সাহস পায়না। তারা আরো বলেন, যার হাতে নারীদের নিরাপত্তা নেই সে কি ভাবে একটি মহিলা কলেজের শিক্ষকতা করেন। তার বিরুদ্ধে ধর্ষনের গুরুতর অভিযোগ থাকার পরেও কিভাবে কলেজ শিক্ষক হিসেবে বহাল থাকে। এব্যাপারে রামশীল কলেজের অধ্যক্ষ জয়দেব বালা বলেন, শিক্ষক রজতের বিরুব্ধে নানা অনৈতিক কর্মকান্ডের কথা শুনেছি। সে একজন চরিত্রহীন লোক, তার বিরুদ্ধে ধর্ষনের মতো মামলা রয়েছে আদালতে। তার (রজতের) জন্য রামশীল কজেটি কলঙ্কীত লজ্জায় মুখ দেখাতে পারছিনা। বিষয়গুলি তদন্ত করে তার বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহন করা হবে। আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আফজাল হোসেন জানান, রজত লাল হালদারের বিরুব্ধে একটি ধর্ষনের মামলা রয়েছে। আগৈলঝাড়া থানা এফআইআর নং ৪, ধারা -৯(১)২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩। যাহা বর্তমানে বরিশাল আদালতে বিচারাধীন রয়েছে। এ ব্যপারে অভিযুক্ত রামশীল কলেজের সঙ্গীত শিক্ষক রজত লাল হালদার জানান, আমি মেয়েদের সিঙ্গারা খাইয়েছি তারা অজ্ঞানও হয়েছে এটা সত্য। কিন্তু আমি তাদের ইজ্জত নষ্ট করার চেষ্টা করিনাই। বিষয়টি স্থানীয় ভাবে মিমাংসা করা হয়েছে। আমার বিরুদ্ধে একটি ধর্ষন মামলা বরিশাল আদালতে চলমান রয়েছে এটাও সত্য।