ঝালকাঠি
‘আগামী নির্বাচন শেখ হাসিনা সরকারের অধীনেই হবে’
নিজস্ব প্রতিবেদক ॥ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আমির হোসেন আমু বলেছেন, ‘আগামী নির্বাচন শেখ হাসিনা সরকারের অধীনেই হবে। একইসঙ্গে অস্তিত্ব রক্ষার জন্য এই নির্বাচনে অংশ নেবে বিএনপি।’
তিনি বলেন, ‘২০১৪ সালের ৫ জানুয়ারি সংবিধান অনুযায়ী নির্বাচন হয়েছিল। ওই নির্বাচনে বিএনপি অংশ নেয়নি। তারা বোমাবাজি, মানুষ হত্যা, বাসে আগুন দিয়ে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করেছিল। তবে নির্বাচন বানচাল করা সম্ভব হয়নি। এখন আগামী নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। আমরা তাদের পরিষ্কারভাবে বলতে চাই, আগামী নির্বাচন শেখ হাসিনা সরকারের অধীনেই অনুষ্ঠিত হবে। অস্তিত্ব রক্ষার জন্য ওই নির্বাচনে অংশ নেবে বিএনপি।’
শনিবার (০১ অক্টোবর) দুপুরে ঝালকাঠি জেলা মৎস্যজীবী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সম্মেলনের আয়োজন করে জেলা মৎস্যজীবী লীগ।
বিএনপির উদ্দেশ্যে আওয়ামী লীগের এই প্রবীণ নেতা বলেন, ‘জনগণের সঙ্গে যদি বিএনপিকে থাকতে হয়, জনগণের কাছে যদি তাদের যেতে হয় অবশ্যই তারা নির্বাচনে অংশ নেবে। তারা যদি ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়, তাহলে রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে।’
সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক শহিদুল ইসলাম মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন মৎস্যজীবী লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লায়ন শেখ আজগর লস্কর। বিশেষ অতিথির বক্তব্য দেন মৎস্যজীবী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান, বরিশাল বিভাগীয় সহ-সভাপতি মো. ইউনুস, ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, পৌর মেয়র মো. লিয়াকত আলী তালুকদার ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খান আরিফুর রহমান। নতুন কমিটি আগামী এক মাসের মধ্যে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন অনুষ্ঠানের প্রধান অতিথি আমির হোসেন আমু।