বরিশাল
আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি বের করবে বিসিসি
নিজস্ব প্রতিবেদক : আগামী ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বরিশাল সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরীতে বর্ণাঢ্য র্যালি বের করা হবে। ওই দিন বেলা ১১টায় বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে এ র্যালি বের করা হবে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে র্যালির উদ্বোধন করবেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ও সদর আসনের সংসদ সদস্য কর্নেল অব. জাহিদ ফারুক শামীম এমপি। সভাপতিত্ব করবেন আবুল খায়ের আব্দুল্লাহ (খোকন সেরনিয়াবাত)। র্যালিতে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার স্ব পক্ষের চিন্তা চেতনায় বিশ্বাসী সবাইকে অংশ নেয়ার আহবান জানিয়েছেন সিটি মেয়র।