রাজনীতি
অসহায়দের পাশে ড্রীম-লাইফ মাদক নিরাময় কেন্দ্র
নিজস্ব প্রতিবেদক।। আতংক নয় সচেতনতাই পারে করোনা থেকে মুক্তি দিতে । এই বার্তাটা মানুষের দাঁড়ে দাঁড়ে পৌছে দিচ্ছে ও অসহায়দের মাঝে খাবার বিতরন করছে ড্রীম লাইফ মাদকসক্তি নিরাময় কেন্দ্রের প্রতিষ্ঠানের সদস্যরা। গত দুইদিন যাবত বরিশাল নগরীর বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে সমাজের দুঃস্থ ও অসহায়দের মাঝে নিত্য প্রয়োজনীয় দ্রব্য পৌঁছে দেন ড্রিম লাইফের চেয়ারম্যান নাজমুল হাসান, পরিচালক হাফিজুর রহমান ও মোঃ আব্দুল বারী। প্রতিষ্ঠানের চেয়ারম্যান নাজমুল হাসান বলেন নগরীর রুপাতলির ড্রিম লাইফ মাদক নিরাময় কেন্দ্রের সকল সদস্যই দেশের এই ক্রান্তিকালে সমাজের অসহায়দের পাশে থেকে সমাজসেবা চালিয়ে যাবে।