বরিশাল
অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন সরকার; পংকজ নাথ এমপি
নিজস্ব প্রতিবেদক ॥ মেহেন্দিগঞ্জ উপজেলার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নতুন ভবন উদ্বোধন ও আনসার-ভিডিপি কার্যালয়ের নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পংকজ নাথ বলেন, অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন শেখ হাসিনা সরকার। শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্ব উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ। প্রান্তিক জনগোষ্ঠীর সার্বক্ষনিক সেবায় নিয়োজিত রয়েছে আনসার বাহিনী। জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার সার্বক্ষনিক কাজ করে যাচ্ছেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা চত্বরে নতুন ভবন উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মাহফুজ উল আলম লিটন, উপজেলা নির্বাহী অফিসার পিজুস চন্দ্র দে, উপজেলা ভাইস চেয়ারম্যান খোরশেদ আলম ভুলু, মহিলা ভাইস চেয়ারম্যান রোমানা আক্তার, থানা অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম, উপজেলা প্রকৌশলী বোরহান উদ্দিন মোল্লা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুজাহিদুল ইসলাম, সহ স্থানীয় নেতৃবৃন্দ।