বরিশাল
অপহৃত কিশোরীকে উদ্ধারের পর বরিশাল ওসিসি থেকে উধাও
নিজস্ব প্রতিবেদক : ফরেনসিক প্রতিবেদনের জন্য বরিশালের শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো কিশোরী পালিয়ে গেছে।
কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) আবদুল জলিল হাওলাদার জানান, বুধবার সকালে ওই কিশোরী ওসিসি থেকে পালিয়ে যায়। এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
এ বিষয়ে গৌরনদী মডেল থানার উপপরিদর্শক (এসআই) আবদুল জলিল হাওলাদার বলেন, ‘গৌরনদী মডেল থানার একটি অপহরণ মামলার অপহৃত কিশোরীকে উদ্ধার করা হয়। তার ফরেনসিক প্রতিবেদনের জন্য ২৭ ফেব্রুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় গৌরনদী মডেল থানার পুলিশ তাকে ওসিসিতে দেয়।
পরে সকালে ফরেনসিক পরীক্ষায় নেয়ার জন্য অনেক খোঁজার পরও তাকে আর কোথাও পাওয়া যায়নি। এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় জিডি করা হয়।’
তিনি আরও বলেন, ‘কিশোরী প্রেম করে পালিয়ে বিয়ে করেছে। সে খুব চালাক। তাকে ওসিসিতে দেয়ার সময় তার সঙ্গে অভিভাবক দেয়া উচিত ছিল, কিন্তু তা না দিয়ে শুধু কিশোরীকে দিয়ে গেছে। ওই কিশোরী সুযোগ পেয়ে পালিয়েছে।
কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) আমানুল্লাহ আল বারী জানান, ওসিসি থেকে এক কিশোরী পালিয়েছে। এ ঘটনায় থানায় জিডি করা হয়েছে। যতটুকু তথ্য রয়েছে, কিশোরী তার প্রেমিকের সঙ্গে পালিয়ে গেছে। তাকে উদ্ধার ও প্রেমিককে গ্রেপ্তার প্রক্রিয়াধীন।
গৌরনদী মডেল থানার ওসি আনোয়ার হোসেন বলেন, ‘আমরা ভিকটিমকে উদ্ধার করে নিয়ম অনুযায়ী ওসিসিতে দিয়েছি। সেখান থেকে পালিয়ে গেলে দোষ তো আমাদের নয়।’