ঝালকাঠি
অটোরিকশাচালককে পিটিয়ে হত্যার অভিযোগে মামলা
নিজস্ব প্রতিবেদক ॥ ঝালকাঠি সদর উপজেলার তারুলী গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে আটোরিকশাচালক লুৎফর রহমানকে (৫০) পিটিয়ে হত্যার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
বুধবার (০৬ জানুয়ারি) ঝালকাঠি সদর থানায় ১২ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন নিহতের স্ত্রী নুর নাহার।
বিষয়টি নিশ্চিত করে ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান জানান, অটোচালককে হত্যার অভিযোগে তার স্ত্রী নুর নাহার বাদী হয়ে বুধবার মোস্তফা হাওলাদারসহ ১২ জনের নামে একটি হত্যা মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেফতারসহ এ ঘটনায় যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এদিকে নিহত লুৎফর রহমানের স্বজনরা জানান, দীর্ঘদিন ধরে প্রতিবেশী গোলাম মোস্তফা ও আবদুল হাই হাওলাদারদের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলছিল লুৎফর রহমানের। বিরোধীয় জমির ওপর দিয়ে লুৎফর রহমান ও তার ছেলে অটোরিকশা নিয়ে যাওয়ার সময় গত ২২ ডিসেম্বর বেলা ১১টায় প্রতিপক্ষ মোস্তফা হাওলাদারের লোকজন হামলা চালায়। তারা পিটিয়ে লুৎফর রহমানকে গুরুতর আহত করলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
গত মঙ্গলবার বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে লুৎফর রহমানের মৃত্যু হয়।