বরিশাল
‘অক্সিজেনের জন্য হাসপাতালে হাহাকার’, বাইরে বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক ॥ করোনা ইউনিটে নিরবিচ্ছিন্ন অক্সিজেন সরবরাহের দাবিতে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে বিক্ষোভ করেছে বাসদ। শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে অক্সিজেনের অভাবে রোগীদের মধ্যে হাহাকার চলছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) বরিশাল জেলা সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী। করোনা ইউনিটে শিগগির নিরবিচ্ছিন্ন অক্সিজেন সরবরাহের দাবিতে হাসপাতালের সামনে বিক্ষোভ করেছে বাসদ।
করোনা ইউনিটের সামনে মঙ্গলবার দুপুর ১২টায় বিক্ষোভ শেষে সমাবেশ করে বাসদের বরিশাল জেলা শাখা।
সমাবেশে সভাপতিত্ব করেন বরিশাল জেলা বাসদের আহ্বায়ক ইমরান হাবিব রুমন। বক্তব্য রাখেন সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট জেলা শাখার সাধারণ সম্পাদক মানিক হাওলাদার, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা শাখার দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম জেলা শাখার সদস্য রিতা ব্যাপারীসহ রোগীদের স্বজনরা।
সমাবেশে ডা. মনীষা বলেন, শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে অক্সিজেনের অভাবে রোগীদের মধ্যে হাহাকার চলছে। হাসপাতালের অক্সিজেন প্লান্ট চালু না হওয়ায় রিফিল করতে অনেক সময় লাগছে। ১টি সিলিন্ডার পাওয়ার জন্য রোগীদের ৬ থেকে ৭ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে। বরিশালে করোনায় মৃত্যুর সংখ্যা বাড়ার পেছনে অক্সিজেনের এই সংকট অন্যতম নিয়ামক হিসেবে কাজ করছে।
তিনি আরও বলেন, অবিলম্বে পর্যাপ্ত অক্সিজেন সিলিন্ডার সরবরাহসহ কেন্দ্রীয় প্লান্ট স্থাপন করে রোগীদের জন্য নিরবিচ্ছিন্ন অক্সিজেন সরবরাহ নিশ্চিত করতে হবে। দ্রুত প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহ নিশ্চিত না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারী দেন তিনি।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল হাসপাতালের সামনের সড়ক প্রদক্ষিণ করে।