টপ নিউজ
বরিশালে চার কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, বরিশাল >> বরিশাল নগরীর কাশিপুর এলাকা থেকে চার কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার বেলা ১১টার দিকে মেট্রোপলিটন বিমানবন্দর থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার। অভিযানে নেতৃত্ব দেন থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আহসান।
বিমানবন্দর থানা পুলিশ জানায়, গ্রেপ্তার ২ মাদক ব্যবসায়ী বানারীপাড়া উপজেলার বাসিন্দা হলেও তারা বরিশাল শহরে ভাড়া থেকে বাণিজ্য চালিয়ে আসছিল।
এসআই আহসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাশিপুর হাই স্কুল অ্যান্ড কলেজের সম্মুখ অভিযান চালিয়ে ২ আবুল বাশার আকন এবং আকতারুজ্জামানকে গ্রেপ্তার করা হয়। এবং তাদের সাথে থাকা ব্যাগ থেকে চার কেজি গাঁজা উদ্ধার করা হয়।
বিমানবন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমলেশ চন্দ্র দাস দেশ জনপদকে জানান, এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। সেই মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠালে বিচারক কারাগারে প্রেরণ করা হয়।’