ভোলা
মনপুরায় সাবেক ভাইচ চেয়ারম্যানসহ স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেপ্তার
ভোলার মনপুরায় বন সংরক্ষন আইন লংঘন মামলায় ওয়ারেন্টভুক্ত আসামী সাবেক উপজেলা ভাইচ চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা আব্দুর রহমান রাশেদ মোল্লাককে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়াও স্বেচ্ছাসেবকলীগ নেতা ইউপি সদস্য সোহেল মেম্বারকে পুলিশের উপর হামলা মামলায় গ্রেফতার করা হয়। অপারেশন ডেভিল হান্টের আওতায় এ অভিযান পরিচালনা করেন মনপুরা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আহসান কবির।
সোমবার (১৩ অক্টোবর) গভীর রাতে অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সাবেক উপজেলা পরিষদের ভাইচ চেয়ারম্যান আব্দুর রহমান রাশেদ মোল্লা উত্তর সাকুচিয়া ইউনিয়ন আওয়ামীলীগ’র সাধারন সম্পাদক ও উপজেলা আওয়ামীলীগ’র সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন। এছাড়া গ্রেফতারকৃত উত্তর সাকুচিয়া ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের সদস্য সোহেল মেম্বার ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ’র সভাপতি পদে রয়েছেন।
গ্রেফতাকৃত দুই আওয়ামীলীগ নেতাকে ভোলা জেল হাজতে প্রেরন করা হয়েছে।
এব্যাপারে মনপুরা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আহসান কবির জানান, আসামীরা বন সংরক্ষন আইন অমান্য মামলা ও পুলিশ এসল্ট মামলায় ওয়ারেন্টভুক্ত থাকায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে। ২০২৪ সালের মার্চ মাসে মনপুরা থানায় দায়েরকৃত মামলায় ১৪৩/১৫২/১৮৬/৩৩২/৩৩৩/৩৫৩/৩০৭ ধারায় পেনালকোটের আওতায় তাদেরকে গ্রেফতার করে ভোলা জেলা কারাগারে পাঠানো হয়েছে। এবং আমাদের অপারেশন ডেভিল হান্টের আওতায় অভিযান অব্যাহত থাকবে।