কলাপাড়া
কলাপাড়ায় ওসি’র বিরুদ্ধে ঝাড়ু মিছিল: রাতভর থানার সামনে মহিলা ভাইস চেয়ারম্যানের অবস্থান ধর্মঘট
পটুয়াখালীর কলাপাড়ায় থানার সামনে রাতভর অবস্থান ধর্মঘট করেছেন নব নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা পারভীন সীমা। তার এক কর্মীকে মিথ্যা মামলা থেকে নিঃশর্ত মুক্তির দাবিতে রবিবার রাত সোয়া একটা থেকে সকাল ১০ টা পর্যন্ত থানার প্রবেশ মুখে তিনি এ অবস্থান ধর্মঘট করেন। এসময় তার বড় ভাই সাবেক কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা আবদুল্লাহ আল ইসলাম লিটনকে দেখা গেছে ।
সারা রাত থানার সামনে অবস্থান ধর্মঘট করলেও গ্রেফতার নজরুল খন্দকারকে মুক্তি দেয়নি পুলিশ। তাকে ঘর ভাঙ্গা মামলায় গ্রেফতার দেখিয়ে সোমবার সকালে আদালতে প্রেরণ করলে বিক্ষুব্ধ গ্রামবাসী ওসি আলী আহমেদকে প্রত্যাহারের দাবিতে পৌর শহরে ঝাড়– মিছিল বের করে। থানার সামনে থেকে বের হওয়া ঝাড়ু মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সভা করেন তারা। এতে শত শত নারী পুরুষ ও জনপ্রতিনিধিরা অংশগ্রহন করেন। সভায় বক্তারা বলেন, বর্তমান ওসির কারনে কলাপাড়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হয়েছে। নিরীহ মানুষকে প্রেফতার করে হয়রানি করছে। অথচ হত্যা, চাঁদাবাজি,মাদক ও সন্ত্রাসী মামলার আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে ।