বরিশাল
বরিশালে নিসচার সচেতনতামূলক লিফলেট বিতরণ
আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ঘরমুখো মানুষের মাঝে দ্বিতীয় দিনের মতো সচেতনতামূলক প্রচার-প্রচারণা চালিয়েছে ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) বরিশাল জেলা কমিটি। কেন্দ্রীয় নির্দেশনার আলোকে বৃহস্পতিবার ( ৫ জুন) বিকেল ৫ টায় সাগরদী ও আমতলা মোড় এলাকায় চালক যাত্রী ও পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়। পাশাপাশি মাইকিং করেও দুর্ঘটনা প্রতিরোধে সবাইকে আইন মেনে চলার অনুরোধ জানিয়েছে এই স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।
সড়ক দুর্ঘটনা প্রতিরোধে বেপরোয়া গতি, লক্কর ঝক্কর গাড়ি চলাচল বন্ধসহ সকল ধরনের বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বক্তব্য রাখেন নিসচার বরিশাল জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক জুবায়ের ইসলাম চৌধুরী।
ঘরমুখো যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে র্যালি, পথসভা, লিফলেট বিতরণ করে সচেতনতা তৈরির পাশাপাশি জেলা প্রশাসন, বিআরটিএ ও ট্রাফিক বিভাগের সাথে একযোগে কাজ করার পরামর্শ দেন বক্তারা।
এ সময় উপস্থিত ছিলেন, প্রচার সম্পাদক রবীন্দ্রনাথ রবিন, সাংস্কৃতিক সম্পাদক এ বি এম জিয়াদ, বরিশাল মেট্রোপলিটন পুলিশের টিএসআই মো: জাকির হোসেন, এটিএসআই মো. নাসির হোসেন, কনস্টেবল মো. ওবায়দুর রহমান এবং মো. শহিদুল ইসলাম প্রমুখ।