শেবাচিমের নার্সিং সুপারেন্টেন্ডেন্ট করোনায় আক্রান্ত

দেশ জনপদ ডেস্ক | ১১:৩২, জুন ১১ ২০২০ মিনিট

নিজস্ব প্রতিবেদক।। বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের সেবা তত্ত্বাবধায়ক (নার্সিং সুপারেন্টেন্ডেন্ট) সেলিনা আক্তার (৫৭) করোনায় আক্রান্ত হয়েছেন। বৃহষ্পতিবার ১১ জুন সকাল ১০ টায় বিষয়টি নিশ্চিত করেছেন স্বানাপ শেবাচিম শাখার সভাপতি সিনিয়র স্টাফ নার্স মোঃ মোস্তাফিজুর রহমান। এর আগে বুধবার (১০ জুন) দিবাগত রাতে শের ই বাংলা মেডিকেল কলেজের পিসিআর ল্যাব থেকে প্রাপ্ত রিপোর্টে সেলিনা আক্তার করোনা পজেটিভ হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। সেলিনা আক্তার শারিরীকভাবে সুস্থ হলেও তিনি ও তার পরিবারের সদস্যরা মানসিকভাবে ভেঙ্গে পড়েছেন বলে জানা গেছে। বিশেষ করে তার মেয়ে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে চিকিৎসকের স্মরনাপন্ন হতে হয়েছে। শেবাচিম হাসপাতালে নার্সদের শতভাগ দায়িত্বপালন নিশ্চিতকরণসহ শৃঙ্খলা বজায় রাখতে সেলিনা পারভিন দায়িত্ব নেয়ার পর থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তার সুস্থতা কামনা করে সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন স্বাধীনতা নার্সেস পরিষদ (স্বানাপ), বরিশাল হেলথ জার্নালিষ্ট এ্যাসোসিয়েশনসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।