বরিশাল বিভাগে একদিনে সর্বোচ্চ ৫৮ জনের করোনা শনাক্ত

দেশ জনপদ ডেস্ক | ২২:৪৬, মে ৩০ ২০২০ মিনিট

নিজস্ব প্রতিবেদক।। আজ ৩০ মে বরিশাল বিভাগে নতুন আরো ৫৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। যা এখন পর্যন্ত সর্বোচ্চ। এ পর্যন্ত বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৫৬ জনে। গতকাল (২৯ মে) শনাক্ত হয়েছে ৪৯, যা আজকে ৫৮ জনে দাঁড়িয়েছে। আজ নতুন আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ আক্রান্ত বরিশাল জেলায় ৪৯ জন। এরপর পটুয়াখালি জেলায় ৪ জন, পিরোজপুর জেলায় ৩ জন, ভোলা জেলায় ১ জন ও ঝালকাঠি জেলায় ১ জন আক্রান্ত হয়েছে। বরিশাল বিভাগে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১০ জনের। এই সময়ে নতুন করে সুস্থ হয়েছে ২ জন । এ পর্যন্ত মোট সুস্থ হয়ে বাড়ী ফিরেছে ১৩৩ জন। ৫৫৬ জনের মধ্যে বরিশাল জেলায় সর্বোচ্চ আক্রান্ত যা ২৭৯ জন, পটুয়াখালীতে ৫৮ জন, ভোলায় ৪৩ জন, পিরোজপুরে ৬৬ জন, বরগুনায় ৬৪ জন ও ঝালকাঠিতে ৪৬ জন। তথ্য নিশ্চিত করেছে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয়ের সহকারী পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল। এ সময়ে ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল বলেন, বরিশাল বিভাগে বাড়ছে করোনা রোগীর সংখ্যা। একদিনের মধ্যে এতো জন আক্রান্ত আমাদের চিন্তার বাহিরে।