বরিশালে সাত প্রতিষ্ঠানকে জরিমানা

কামরুন নাহার | ১৫:১৮, এপ্রিল ২২ ২০২০ মিনিট

নিজস্ব প্রতিবেদক ।। করোনা ভাইরাসের বিস্তার রোধকল্পে গৃহীত প্রতিরোধমূলক সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ ও এ বিষয়ে জনসাধারণকে উদ্বুদ্ধকরণের লক্ষ্যে বরিশাল জেলা প্রশাসনের নেতৃত্বে সেনাবাহিনীর, পুলিশ ও র‌্যাবের টিম কাজ করছে। আজ বুধবার বরিশাল মহানগরীর বিভিন্ন স্থানে ২ টি মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: জিয়াউর রহমান ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ মোঃ হেলাল উদ্দিন। বরিশাল নগরীর বিভিন্ন সড়ক ও মহল্লায় সরকারী নির্দেশ অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলারাখায় ৭ দোকানীকে ৩১ হাজার টাকা জরিমানা ও জনসাধারনকে সামাজিক দূরত্ব বজায় রেখে চলাচল করতে বলা হয়েছে।