করোনা নিয়ে জাগুয়া ইউপি চেয়ারম্যানের আবেগঘন স্ট্যাটাস

কামরুন নাহার | ২২:৫৩, এপ্রিল ২১ ২০২০ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ আমিও জনপ্রতিনিধি, ইউপি চেয়ারম্যান। আপনাদের প্রতি আমার এই মুহুর্তের একটি বার্তাই আছে তা হলো, ঘরে থাকুন নিরাপদ থাকুন। আমার জন্য ভিন্ন বার্তা। আমি ঘর ছেড়েছি সেই পঁচিশে মার্চ রাতে, আর ফেরা হয়নি। সেই থেকে পিছপা হবার সুযোগ নেই। দেশের প্রতি অকৃত্রিম ভালোবাসা আর জনগনের প্রতি দায়িত্ববোধই আমার ধর্ম। শত শত পরিবারের নিরাপত্তার কথা ভেবে নিজের জীবনের নিরাপত্তার কথা ভাবার অবকাশ পাইনি। ছুটে গেছি বিদেশ থেকে ফেরতদের বাড়িতে, তাদের হোম কোয়ারান্টাইন নিশ্চিত করতে। এখন যেতে হচ্ছে ঢাকা নারায়ণগঞ্জ থেকে আসা মানষগুলো খুঁজে বের করতে। আলাদা করতে, জানিনা তারা জীবাণু বহন করছে কিনা? যেতে হচ্ছে বাজারগুলোতে, যেখান মানুষ সামাজিক দূরুত্ব মানছেন না। যেতে হচ্ছে চায়ের দোকানে, যেখানে নিয়ম না মেনে চা বিক্রি করছে এবং মানুষ জমিয়ে আড্ডা দিচ্ছে আর মেম্বার চেয়ারম্যানদের গুষ্টি উদ্ধার করছে। গনপরিবহন আর খেয়া বন্ধ করতে দৌড়াতে হচ্ছে। সবচেয়ে দুরুহ কাজটা হচ্ছে ত্রানের উপকারভোগীদের তালিকা তৈরি করা। সেটা তৈরি করার জন্য দিনরাত খাটতে হচ্ছে। তারপর ত্রান নিয়ে বাড়ি বাড়ি যেতে হচ্ছে। ত্রান এখন বিতরণ করতে হয়, প্রতিজনের জন্য আলাদা প্যাকেটে। এই প্যাকেট করে লেবেল লাগানো একটা বাড়তি কাজ। এই সময়ে আইন শৃঙ্খলা রক্ষা হলো আরেকটা বড় চ্যালেঞ্জ। কোর্ট-কাচারি বন্ধ, ব্যস্ততার অযুহাতে থানা পুলিশ নড়ে না। সমস্যা নাই, মৃত্যুর আগ পর্যন্ত সামনের কাতারে দাড়িয়েই লড়াই চালিয়ে যাবো। মুসলমান হিসেবে মৃত্যু ভয় মনে রাখিনি, প্রিয় বরিশালবাসীর প্রাণ বাঁচাতেই দৌঁড়ে বেড়িয়েছি। সেজন্যই ফটোসেশন, ফেসবুক পোস্ট বাহুল্য এড়িয়ে চলেছি। আমি খুব নিভৃতচারী তাই কাজকে প্রাধান্য দিয়েছি আগে। কোন মহল থেকে ধন্যবাদ আশা করিনা। শুধু দোয়া করবেন যেন, আমার এলাকার মানুষ, দেশের মানুষ যেন নিরাপদ থাকে, আমার এলাকার মানুষকে যেন না খেয়ে থাকতে না হয়। ভালো থাকুক জাগুয়াবাসি, ভালো থাকুক প্রিয় দেশ।