বরিশালে ডিপ্লোমা শিক্ষার্থীদের বিক্ষোভ

দেশ জনপদ ডেস্ক | ১৯:৪৩, আগস্ট ১৬ ২০২২ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ শিক্ষামন্ত্রী ডাঃ দিপু মনি কর্তৃক ১২ আগস্ট-২০২২ ঢাকা পলিটেকনিক শিক্ষক সমিতি’র সম্মেলনে ৪ বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষা কোর্সকে ৩ বছরে রুপান্তরের মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সভা করেছে বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট এর সাধারন শিক্ষার্থী বৃন্দ। আজ মঙ্গলবার বেলা বারটায় নগরীর প্রান কেন্দ্র সদররোডে ডিপ্লোমা শিক্ষার্থীরা বিভিন্ন শ্লোগান ও হাতে লেখা প্লেকার্ড নিয়ে বিক্ষোভ করে। এসময় বিক্ষোভরত শিক্ষার্থীদের পক্ষ থেকে ও শিক্ষামন্ত্রীর ঘোষনা প্রত্যাহার করে নেয়ার দাবী জানিয়ে বক্তব্য রাখেন শিক্ষার্থী মোঃ নাদিম, মোঃ রাসেদুল, রাফি ও বায়জিদ, রাফাতুল ইসলাম প্রমুখ। এর পূর্বে সকাল ১১ পলিটেকনিক ডিপ্লোমা সাধারন শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ করে নগরের পলিটেকনিক্যাল কলেজ থেকে মিছিল নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সদররোড অশ্বিনী কুমার টাউন হল সম্মুখ সদররোডে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করে।