প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি দেখিয়ে প্রতারণা

দেশ জনপদ ডেস্ক | ২০:০৯, আগস্ট ০২ ২০২২ মিনিট

নিজস্ব প্রতিবেদক॥ প্রধানমন্ত্রীর ভিশন-২ প্রকল্পের আওতায় ভোলার লালমোহন ও চরফ্যাশনে আশ্রয়ণের ঘর দেয়া এবং বিভিন্ন জনকে চাকরি দেয়ার নামে অর্থ আদায়ের অভিযোগে মোহাম্মদ আলী সরকার নামে এক প্রতারককে আটক করেছে পুলিশ। এ সময় তার সহযোগী সুরেন্দর নাথ ঢালীকেও আটক করা হয়। সোমবার রাতে লালমোহন পৌর শহরের ওয়েস্টার্ন পাড়া থেকে তাদেরকে আটক করা হয়। আটক ৬৫ বছরের মোহাম্মদ আলী চরফ্যাশন উপজেলার জিন্নাগর ইউনিয়নের আদর্শপাড়া এলাকার মৃত গৌরাঙ্গ সরকারের ছেলে। তিনি ধর্মান্তরিত হয়ে মাধব চন্দ্র সরকার থেকে মোহাম্মদ আলী সরকার নাম ধারণ করেছিলেন। আটকের পরপরই চাকরি দেয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগে আবদুর রাজ্জাক নামে এক ব্যক্তি প্রতারক চক্রটির বিরুদ্ধে লালমোহন থানায় মামলা করেছেন। মামলায় অভিযোগ করা হয়, মোহাম্মদ আলী সরকার প্রচার করে আসছিলেন প্রধানমন্ত্রীর নামে ভিশন-২ প্রকল্পের আওতায় সাধারণ মানুষের মাঝে ঘর বিতরণ করা হবে। বিষয়টিকে বিশ্বাসযোগ্য করে তুলতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে নিজের ছবি ছাড়াও এই প্রকল্পে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের চাকরি দেয়া হবে বলে একাধিক চুক্তিনামা দেখান তিনি। সেই প্রকল্পেই চাকরির কথা বলে আব্দুর রাজ্জাকের কাছ থেকে ১ লাখ টাকা নেন মোহাম্মদ আলী। পরে রাজ্জাককে লালমোহন পৌর শহরের ওয়েস্টার্ন পাড়ার ঠিকানায় একটি অফিসে আসতে বলেন এবং আশ্রয়ণ প্রকল্পের নামে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহ করতে বলেন। এ অবস্থায় বিষয়টি নিয়ে সন্দেহ হয় রাজ্জাকের। তাই মোহাম্মদ আলীর কাছ থেকে পূর্বের দেয়া ১ লাখ টাকা ফেরত চান তিনি। লালমোহন থানার ওসি মাকসুদুর রহমান মুরাদ বলেন, ‘স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে পৌর শহরের ৮ নং ওয়ার্ড থেকে মোহাম্মদ আলীকে আটক করা হয়। এ সময় অফিসে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে তার ছবি টাঙানো অবস্থায় পাওয়া যায়, যা সম্পূর্ণ এডিট করা।’ ওসি জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে মোহাম্মদ আলীর ছবি ছাড়াও তার অফিস থেকে আরও অসংখ্য ছবি, একটি অনলাইন টিভির কার্ড, কয়েকটি স্টাম্প ও ডায়েরি উদ্ধার করা হয়। আটকের পর চাকরির নামে প্রতারণার শিকার যুবক আব্দুর রাজ্জাকের অভিযোগের ভিত্তিতে প্রতারক চক্রটির বিরুদ্ধে মামলা করা হয়েছে। ইতোমধ্যে মোহাম্মদ আলী ও তার সঙ্গীকে জেল হাজতে পাঠানো হয়েছে।