গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, মেম্বার নিহত

দেশ জনপদ ডেস্ক | ১৮:২৭, জুন ১৪ ২০২২ মিনিট

নিজস্ব প্রতিবেদক॥ পটুয়াখালী সদরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে ইউনিয়ন পরিষদ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন তার ভাগনে। পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের কালিকাপুর ইউনিয়নের বসাকবাজার এলাকায় মঙ্গলবার সকাল সোয়া ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত হানিফ গাজীর বাড়ি গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে। তিনি আমখোলা ইউনিয়ন পরিষদের সদস্য ছিলেন। পরিবার নিয়ে থাকতেন শহরের কলাতলা বাজার এলাকায়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। আমখোলা ইউনিয়নের চেয়ারম্যান কামরুজ্জামান মনির জানান, হানিফ শহর থেকে আমখোলা ইউনিয়ন পরিষদে এসে কাজকর্ম করতেন। মঙ্গলবার সকাল ৯টার দিকে তিনি ভাগনে শামিম আহমেদকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে আমখোলা আসছিলেন। স্থানীয়দের বরাতে কালিকাপুর ইউনিয়নের চেয়ারম্যান তানভীর আহমেদ বলেন, ‘মোটরসাইকেলটি বসাকবাজার এলাকা পার হওয়ার সময় সামনে একটি শিশু এসে পড়ে। শিশুটি রাস্তা পার হচ্ছিল। তাকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। ‘এতে হানিফের মুখসহ গোটা মাথা থেঁতলে যায়। তাকে পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। হানিফের ভাগনেকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।’ ওসি মনিরুজ্জামান বলেন, ‘মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। হানিফের পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত না করার জন্য আবেদন করা হয়েছে। আমরা বিষয়টি খোঁজখবর নিয়ে দেখছি। ‘মাথায় হেলমেট না থাকায় প্রচণ্ড আঘাতে হানিফের মৃত্যু হয়েছে। যদি হেলমেট পরা থাকতেন তাহলে হয়তো এত চোট লাগত না।’