জেলেদের মধ্যে বকনা বাছুর ও জাল বিতরণ

দেশ জনপদ ডেস্ক | ১৯:৫৮, জুন ১২ ২০২২ মিনিট

নিজস্ব প্রতিবেদক , লালমোহন, ভোলা ॥ ভোলার লালমোহনে দুস্থ ও প্রান্তিক জেলেদের মধ্যে গাভী (বকনা বাছুর) এবং বৈধ জাল বিতরণ করা হয়েছে। আজ রবিবার (১২ জুন) সকাল ১১টায় লালমোহন উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদফতর কর্তৃক আয়োজিত ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় ২০২১-২৯১১ অর্থবছরে ১০ জন দুস্থ ও প্রান্তিক জেলের মধ্যে ১০টি গাভী ও ৩টি গ্রুপে (প্রতি গ্রুপে ৩জন) বৈধ জাল ও প্লুট বিতরণ করেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন। এরপর উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা রুহুল কুদ্দুসের সভাপতিত্বে আলোচনা সভায় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাকসুদুর রহমান মুরাদ প্রমূখ।