রাস্তাহীন আশ্রয়ণ ঘরে পানি মাড়িয়ে চলাচল দম্পতির

দেশ জনপদ ডেস্ক | ১৮:৫৭, জুন ০৮ ২০২২ মিনিট

নিজস্ব প্রতিবেদক॥ পিরোজপুরের মঠবাড়িয়ায় সরকারের আশ্রয়ণ প্রকল্পের আওতায় বসতঘর পেয়েছেন শামসুল হক (৭২) ও ফিরোজা বেগম (৬০) দম্পতি। তবে ওই ঘরে আসা-যাওয়ার কোনো রাস্তা না থাকায় চরম বিপাকে পড়েছেন তারা। হাঁটু সমান পানি জমে থাকা মাঠ দিয়েই যাতায়াত করতে হচ্ছে তাদের। মঙ্গলবার (৭ জুন) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের উত্তর মিঠাখালী গ্রামে গিয়ে দেখা যায়, বসতঘর ও মূল সড়কের সঙ্গে চলাচলের কোনো রাস্তা নেই। ফলে শামসুল হক ও ফিরোজা বেগম দম্পতি মাঠে থাকা হাঁটু পানি মাড়িয়ে ঘরে আসা-যাওয়া করছেন। বৃদ্ধ শামসুল হক হাওলাদার বয়সের ভারে তেমন কথা বলতে ও চলাচল করতে পারছেন না। বর্ষায় যাতায়াত বন্ধ হওয়ার আশঙ্কা করছেন তারা। ফিরোজা বেগম বলেন, সরকার ঘর দিয়েছ। এতে আমরা ভীষণ খুশি। কিন্তু রাস্তা না থাকায় যাতায়াতে কষ্ট হচ্ছে। সামনে বর্ষার সময় ঘর বাইরে বেরোতে পারবো না। তাই জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করছি।’ উত্তর মিঠাখালী গ্রামের বাসিন্দা মো. রুস্তম আলী বলেন, ‘নিঃসন্তান এ দম্পতি খুবই অসহায়। তারা মানবেতর জীবনযাপন করছে। সরকার তাদের আশ্রয়ণ প্রকল্পের আওতায় একটি ঘর দিয়েছে। কিন্তু সেই ঘরে যাতায়াতের কোনো রাস্তা না থাকায় মাঠের পানি মাড়িয়ে তাদের চলাচল করতে হয়। বর্ষায় পানি আরও বাড়লে তারা ঘর থেকেও বের হতে পারবে না। সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে অনুরোধ তাদের যেন একটি রাস্তার ব্যবস্থা করে দেন।’ স্থানীয় মাসুম বিল্লাহ বলেন, ‘বৃদ্ধ দম্পতির কোনো সন্তান নাই। তাই সব কিছু তাদের নিজেদেরই করতে হয়। বৃদ্ধ শামসুল হক স্ট্রোকের রোগী। রাস্তা না থাকায় তারা প্রতিদিন চরম ভোগান্তি পোহাচ্ছে। পরিবারটি যাতে চলাচল করতে পারে এজন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি।’ এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উর্মি ভৌমিক বলেন, ‘এমন বিষয় আমার জানা নাই। সরজমিনে গিয়ে পরিবারটির জন্য শিগগির চলাচলের রাস্তার ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করবো।