বোরহানউদ্দিনে আন্তর্জাতিক নারী দিবস পালিত

দেশ জনপদ ডেস্ক | ১৮:২৪, মার্চ ০৮ ২০২২ মিনিট

নিজস্ব প্রতিবেদক॥ ভোলা বোরহানউদ্দিন উপজেলায় যথাযথ উৎসাহ উদ্দীপনায় আন্তর্জাতিক নারী দিবস-২০২২ পালিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা চত্তর থেকে র‌্যালির মাধ্যমে শুরু হয়ে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্টানের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে। এবারে দিবসটির বৈশ্বিক ও জাতীয় প্রতিপাদ্য হচ্ছে:- টেকসই আগামীর জন্য জেন্ডার সমতাই আজই অগ্রগন্য এবং বৈশ্বিক ক্যাম্পেইন থিম হচ্ছে ব্রেক দ্য বায়াস। প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ বৈশ্বিক ক্যাম্পেইন এর সাথে মিল রেখে-বাধা পড়তে নয়, ভাংতে এসেছি, ট্যাগলাইন নিয়ে পালন করতে যাচ্ছে আন্তর্জাতিক নারী দিবস-২০২২। মাসব্যাপী নানা কার্যক্রমের মাধ্যমে দিবসটি চলমান থাকবে। সহিংসতার ভয় নারীদের বিশেষ করে যুব নারীদের সম্ভাবনার পথ রুদ্ধকরে দেয়। এ বছর আন্তর্জাতিক নারী দিবসে ভয় না পেয়ে শেকলকেই ভেঙ্গে দিতে চাই এ দিবসটির মাধ্যমে প্রচারনা। অনুষ্টানাটির মূল আয়োজক সুশীলন বাংলাদেশে বাল্যবিবাহ প্রতিরোধ (সিইএমবি) প্রকল্প বাস্তায়ন করে নারী অধিকার রক্ষায় কাজ করছে। তাদের এ প্রকল্পে কারিগরি সহায়তা দিচ্ছে প্ল্যান ইন্টার ন্যাশনাল বাংলাদেশ এবং আর্থিক সহায়তায় গ্লোবাল আ্যাফেয়ার্স কানাডা। বোরহানউদ্দিন উপজেলা নির্বাহি কর্মকর্তা মো: সাইফুর রহমানের সভাপতিত্বে উক্ত অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: আবুল কালাম আজাদ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো: রাসেল আহমেদ মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা ইয়াসমিন, বোরহানউদ্দিন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: তপতী চৌধুরী, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ইঞ্জিনিয়ার আহম্মদ উল্ল্যাহ, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সাপোর্ট ইন্ট্রিগেশন স্পেশালিষ্ট মো: শহীদুল ইসলাম, সুশীলন এর টিম ম্যানেজার মো: রকিবুল বাহার, বোরহানউদ্দিন মহিলা কলেজের প্রভাষক ইসরাত জাহান বনী প্রমুখ।