নগরীতে কোতয়ালি থানা পুলিশের সচেতনতামূলক মহড়া

কামরুন নাহার | ২১:৪৪, মার্চ ৩১ ২০২০ মিনিট

নিজস্ব প্রতিবেদক ::অপ্রয়োজনে ঘরের বাহির হবেন না, সামাজিক দূরত্ব বজায় রেখে নিজেকে সুস্থ রাখুন অপরকে সুস্থ থাকতে সহায়তা করুন স্লোগান নিয়ে সাধারণ মানুষকে ঘরে রাখতে সচেতনতামূলক মহড়া দিয়েছে বরিশাল কোতয়ালি থানা পুলিশের সদস্যরা। আজ মঙ্গলবার নগর পুলিশের শতাধিক সদস্য মোটরসাইকেল করে নগরীর বিভিন্নস্থানে এ মহরায় অংশ নেয়। এসময় সাধারণ মানুষকে ঘরে থাকতে আহবান করা হয়। ঘরে থাকুন করোনাভাইরাসের প্রাদুর্ভাব কমান, নিজে বাচুন অন্যকে বাঁচতে সাহায্য করুন, বিদেশ থেকে এলে হোম কোয়ারান্টাইনে থাকুন ইত্যাদি সচেতনতামূলক কথা বলা হয়। একই সাথে নিত্য পণ্যের বাজার দর নিয়ন্ত্রণ ও সরকারের নির্দেশ অমান্য করে ব্যবসা পরিচালনা বন্ধে কাজ করছে তারা।পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খানের নির্দেশে নগরীর বিভিন্ন অলিগলিতে জনসাধারণকে ঘরে অবস্থান করার অনুরোধসহ করোনা ভাইরাস সংক্রমণের হাত থেকে রক্ষা পেতে করণীয় পরামর্শ নিয়ে বরিশাল দক্ষিন বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ আকরামুল হাসান এর নেতৃত্বে সিনিয়র সহকারি পুলিশ কমিশনার মোঃ রাসেল আহমেদসহ  সংশ্লিষ্ট থানার অফিসারবৃন্দ’র সক্রিয় অংশগ্রহণে এ মহড়া অনুষ্ঠিত হয়।