সামান্য বাতাসেই উড়ে গেলো মুক্তিযোদ্ধা সংসদ ভবনের চাল!

দেশ জনপদ ডেস্ক | ২১:৫৪, ফেব্রুয়ারি ০৭ ২০২২ মিনিট

নিজস্ব প্রতিবেদক॥ বরিশালের মুলাদী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ভবনের তৃতীয় তলার নির্মাণকাজে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে বরিশালের মুলাদী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ভবনের তৃতীয় তলার নির্মাণকাজে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। নিম্নমানের ইট-সিমেন্ট এবং লোহার পাতলা অ্যাঙ্গেল ব্যবহার করে চাল দেওয়ায় বাতাসে তা উড়ে গেছে বলে স্থানীয় বীর মুক্তিযোদ্ধারা অভিযোগ করেছেন। শুক্রবার (৪ ফেব্রুয়ারি) সামান্য বাতাসেই মুক্তিযোদ্ধা সংসদ ভবনের চাল উড়ে যায় বলে জানান স্থানীয়রা। এ ঘটনায় সোমবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মুলাদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পদাধিকার বলে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রশাসক নূর মোহাম্মদ হোসাইনের কাছে অভিযোগ করেছেন বীর মুক্তিযোদ্ধারা। পাশাপাশি ভবনের তৃতীয় তলা নির্মাণে ঠিকাদারের শ্রমিকদের কাজ বন্ধ রাখার দাবি জানিয়েছেন তারা। স্থানীয় কয়েকজন বীর মুক্তিযোদ্ধা জানান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ভবনের দোতলা থেকে তৃতীয়তলা নির্মাণের কাজ চলছে। মুক্তিযোদ্ধা সংসদ ভবন সংস্কার প্রকল্পের আওতায় ২০১৯-২০২০ অর্থবছরে বরিশাল জেলা পরিষদ থেকে ছয় লাখ টাকা বরাদ্দ হয়। ২০২০ সালের ১ ডিসেম্বর এ কাজের উদ্বোধন করা হয়। সংস্কার বা তৃতীয় তলা নির্মাণের কাজ করছেন ঠিকাদার কাজী জুলফিকার। মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সহকারী কমান্ডার এমদাদ খান বলেন, ২০২০ সালের ১ ডিসেম্বর তিনতলা নির্মাণের কাজ শুরু হলেও এখনো শেষ হয়নি। নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় এর আগেও স্থানীয় বীর মুক্তিযোদ্ধার বাধা দিয়েছিলেন। তারপরও ঠিকাদার কাজের মান ভালো করেননি। কিছুদিন আগে ঠিকাদার আবার কাজ শুরু করেন। তিনি বলেন, নিম্নমানের ইট-সিমেন্ট দিয়ে দেওয়াল তৈরি এবং পাতলা অ্যাঙ্গেল ব্যবহার করা হয়েছে। শুক্রবার রাতে সামান্য বাতাসে চাল উড়ে গেছে। এছাড়া তিনতলার দেওয়ালে পলেস্তারা করা সম্পূর্ণ হয়নি। এ বিষয়ে জানতে চাইলে ঠিকাদার কাজী জুলফিকার বলেন, ‘উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ভবন সংস্কারকাজ যথাযথ কাজ করা হয়েছে। ভবনের তৃতীয় তলায় একটি চাল দেওয়ার বরাদ্দ থাকলেও বীর মুক্তিযোদ্ধাদের অনুরোধে দুটি চাল দিয়ে সংস্কার করা হয়েছে। শুক্রবার ঝড়ে চাল উড়ে যাওয়ার সংবাদ পেয়ে পুনরায় সংস্কারের জন্য লোক পাঠিয়েছি। কিন্তু মুক্তিযোদ্ধাদের বাধার মুখে কাজ করা সম্ভব হয়নি।’ মুলাদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পদাধিকার বলে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রশাসক নূর মোহাম্মদ হোসাইন বলেন, ভবনের টিনের চাল উড়ে যাওয়ার বিষয়ে স্থানীয় বীর মুক্তিযোদ্ধারা অভিযোগ করেছেন। একজন প্রকৌশলী পাঠিয়ে চাল উড়ে যাওয়ার কারণ অনুসন্ধান করা দেখা হবে। কাজে অনিয়ম থাকলে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।