লঞ্চে অগ্নিকাণ্ড: কন্ট্রোলরুমে ৩১ নিখোঁজের তথ্য জমা

দেশ জনপদ ডেস্ক | ১৯:২০, ডিসেম্বর ২৭ ২০২১ মিনিট

নিজস্ব প্রতিবেদক॥ এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় কন্ট্রোলরুমে এখন পর্যন্ত ৩১ নিখোঁজ ব্যক্তির তথ্য জমা পড়েছে। সোমবার বেলা ১১টায় বরগুনা সার্কিট হাউস ময়দানে অজ্ঞাত লাশ শনাক্ত করতে ‘ঝালকাঠি, বরিশাল, বরগুনার নিখোঁজদের সর্বশেষ তালিকা তথ্যমতে ৩১ জনের তথ্য বরগুনা কন্ট্রোলরুমে জমা দিয়েছেন স্বজনরা। নিখোঁজদের স্বজনদের নমুনা সংগ্রহের জন্য টেলিফোনে ও মাইকিং করে তাদের জানিয়ে দেওয়া হয়েছে। বরগুনায় নিখোঁজদের স্বজনের নমুনা গ্রহণ করা হবে আজ। এ তথ্য নিশ্চিত করেছেন কন্ট্রোলরুমের সমন্বয়কারী সাইদুর রহমান। জানা যায়, ঝালকাঠির সুগন্ধা নদীতে ২৩ ডিসেম্বর দিবাগত রাতে ঢাকা-বরগুনাগামী লঞ্চ এমভি অভিযান ১০-এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বরগুনায় ৪১ যাত্রীর মৃত্যু হয়। শুক্রবার বরগুনার জেলা প্রশাসক হাবিবুর রহমান ঝালকাঠি থেকে পোড়া লাশ গ্রহণ করেন। ১০টি লাশ শনাক্ত করে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। বাকি ২৩ বেওয়ারিশ লাশ বরগুনার পোটকাখালী গণকবরে দাফন করা হয়।