লঞ্চটি দ্রুত পাড়ে থামালে এত লোকের মৃত্যু হত না : ফায়ার সার্ভিস পরিচালক

দেশ জনপদ ডেস্ক | ১৮:৫৬, ডিসেম্বর ২৬ ২০২১ মিনিট

নিজস্ব প্রতিবেদক॥ ঝালকাঠির সুগন্ধা নদীতে বরগুনাগামী লঞ্চ এমভি অভিযান এ আগুন লেগে ৩৯ লাশ উদ্ধারের ঘটনায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক অপারেশন ও ম্যানটেনেন্স লেফটেনেন্ট কর্নেল জিল্লুর রহমান। তিনি সুগন্ধা নদীর বিভিন্ন পয়েন্টে পরিদর্শন করেন। এসময় তিনি আগুনে পুড়ে যাওয়া লঞ্চ ও ঘটনার স্থান ঘুরে দেখেন। পরে রবিবার দুপুর ১২ টায় তিনি সাংবাদিকদের সাথে কথা বলেন। এসময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক অপারেশন ও ম্যানটেনেন্স লেফটেনেন্ট কর্নেল জিল্লুর রহমান বলেন, ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে এটা আমরা এখনও প্রাথমিক পর্যায়ে আছি। পুরো তদন্ত শেষ করতে আমাদের প্রায় দুই সপ্তাহ সময় লাগবে। তার পরে আমরা একটা ধারণা দিতে পারবো কোন কারণে আগুন লেগেছে। আগুন লাগার পরে লঞ্চ কর্তৃপক্ষ দ্রুত লঞ্চটি অ্যাঙ্কর করে পাড়ে থামিয়ে রাখলে এত লোকের মৃত্যু হত না। যেহেতু নদী খুব ছোট। কিন্তু লঞ্চ কর্তৃপক্ষ সেটা করেনি। যার কারণে হতাহতের সংখ্যা বেড়ে গেছে।