২ হাজার মানুষের জন্য খিচুড়ি রান্না করে জরিমানা গুনলেন প্রার্থী

দেশ জনপদ ডেস্ক | ২০:২২, ডিসেম্বর ২৩ ২০২১ মিনিট

নিজস্ব প্রতিবেদক॥ দুই হাজার মানুষের খিচুড়ির আয়োজন করেছেন চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে বরিশালের বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের সদস্য প্রার্থী জাকির হোসেন। তবে তার এমন আয়োজন পণ্ড করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আচরণবিধি লঙ্ঘনের দায়ে ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের এ সদস্য প্রার্থীর বাড়িতে বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) ভ্রাম্যমাণ আদালত হাজির হয়ে ১০ হাজার টাকা জরিমানা করেছেন। এ ছাড়া জব্দ করা হয়েছে চার ডেক খিচুড়ি। এসব খাবার পরে এতিমখানায় বিতরণ করে দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান জানান, সদস্য প্রার্থী জাকির হোসেন তার বাড়িতে প্রায় দুই হাজার লোকের খাবারের আয়োজন করেন। বিভিন্ন মাধ্যমে খবর পেয়ে ওই বাড়িতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করায় তার কাছ থেকে জরিমানা আদায় করা হয়। এ ছাড়া সেখানে থাকা চার ডেক খিচুড়ি জব্দ করে তা এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়। সদস্য প্রার্থী জাকির হোসেন বলেন, ‘আমি আমার কর্মী-সমর্থকদের জন্য প্রচার-প্রচারণা শেষে খাওয়ানোর জন্য খিচুড়ি রান্না করেছি। কিন্তু প্রতিপক্ষরা বিষয়টি প্রশাসনকে জানালে তারা আয়োজন পণ্ড করে দেন।’ তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘অন্য প্রার্থীরা গরু কেটে খাওয়ালেও সমস্যা হয় না। কারণ তারা সরকার দলীয় লোক। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আইন সবার জন্য সমান হওয়া উচিত।’ আগামী ২৬ ডিসেম্বর ও‍ই ‌ইউনিয়ন পরিষদের নির্বাচন হবে।