কয়লাবাহী বিদেশি জাহাজ থেকে পড়ে সাগরে পানিতে ডুবে , ক্যাপ্টেন নিহত

দেশ জনপদ ডেস্ক | ১৯:১৬, ডিসেম্বর ২৩ ২০২১ মিনিট

নিজস্ব প্রতিবেদক॥ পটুয়াখালীর কলাপাড়া উপজেলার পায়রাবন্দরের রাবনাবাদ চ্যানেলে বিদেশি কয়লাবাহী জাহাজ থেকে সাগরে পড়ে এক ক্যাপ্টেন সার্ভেয়ার নিহত হয়েছেন। নিহতের নাম শামিম ফয়েজ (৬৫)। বুধবার সন্ধ্যায় তাকে কলাপাড়া হাসপাতালে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এর আগে সকাল ১০টার দিকে পায়রাবন্দরের রাবনাবাদ চ্যানেলে ফেয়ারবয়া পয়েন্টে এ ঘটনা ঘটে। নিহত শামিম ফয়েজ মেসার্স অ্যাসারটিভ ভ্যালিউয়ার্স (প্রা.) লিমিটেডের সার্ভেয়ার হিসাবে জাহাজে কর্মরত ছিলেন। তিনি ঢাকার উত্তরার মৃত আবুল ফয়েজের ছেলে। বেনকম সি ট্রামস শিপিং এজেন্টের সিনিয়র অফিসার মাহমুদ জানান, প্রশান্ত মহাসাগরের দ্বীপপুঞ্জ মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী (১৮৯ মিটার দীর্ঘ ও ৩২ মিটার প্রস্থের) জাহাজ ‘এমভি নেরাইডা’ সাত দিন আগে পায়রা ১৩২০ মেঘাওয়াট তাপ বিদ্যুৎকেন্দ্রের উদ্দেশ্যে রওনা হয়। জাহাজে ৪৬ হাজার ২০০ টন কয়লা ছিল। মঙ্গলবার রাত ১২টায় জাহাজটি রাবনাবাদ চ্যানেলের ফেয়ারবয়ায় নোঙর করা হয়। বুধবার সকাল ১০টার দিকে কয়লা খালাসের জন্য পাশে ভেরানো লাইটার জাহাজ জাসনা খান ২-এর পাইলট ল্যাডার (মই) বেয়ে সার্ভে করতে নামছিলেন। এ সময় তিনি হাত ফসকে সাগরে পড়ে যায়। প্রায় ১৫ মিনিট সাগরে ডুবে থাকার পর জাহাজের অন্য নাবিকরা তাকে সাগর থেকে উদ্ধার করেন। প্রায় ৬ ঘণ্টা নৌপথ পাড়ি দিয়ে সন্ধ্যায় তাকে জাহাজের নাবিকরা কলাপাড়া হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। কলাপাড়া থানার ওসি মো. জসীম জানান, প্রাথমিক তদন্তে তিনি পানিতে ডুবে মারা গেছেন বলে জাহাজের নাবিকরা তাদের জানিয়েছেন। তার লাশ রাতেই ময়নাতদন্তের জন্য পটুয়াখালী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে।