নিজের বাল্যবিয়ে ঠেকাতে থানায় যাওয়া সেই ছাত্রীকে সংবর্ধনা

দেশ জনপদ ডেস্ক | ২০:১৪, ডিসেম্বর ২২ ২০২১ মিনিট

নিজস্ব প্রতিবেদক॥ পিরোজপুরের মঠবাড়িয়ায় নুশরাত জাহান মিম নামে এক মাদ্রাসাছাত্রী নিজের বাল্যবিয়ে ঠেকাতে ১৩ ডিসেম্বর সোমবার রাতে মঠবাড়িয়া থানায় হাজির হয়। সংবাদটি গত ১৫ ডিসেম্বর দৈনিক যুগান্তরে প্রকাশিত হলে ব্যাপক সাড়া ফেলে বিবেকবান মানুষের মনে ও ভাইরাল হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। প্রতিবাদী নুশরাত জাহান মিমকে বুধবার সংবর্ধনা দেয় উপজেলা প্রশাসন। এ সময় মিমের হাতে ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেওয়া হয়। উপজেলা শহীদ মাখন লাল দাশ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বশির আহম্মেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দিন আহম্মেদ, সরকারি কলেজের অধ্যক্ষ গোলাম মোস্তফা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলী হাসান, সহকারী কমিশনার (ভূমি) শাখাওয়াত জামিল সৈকত, ওসি মুহা. নূরুল ইসলাম বাদল, মুক্তিযোদ্ধা কমান্ডার মো. বাচ্চু আকন, উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান সিফাত, বীর মুক্তিযোদ্ধা শরীফ আলমগীর হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা রূপ কুমার পাল, সাংবাদিক জাহিদ উদ্দিন পলাশ, আবদুস সালাম আজাদী, মিজানুর রহমান মিজু প্রমুখ। মিম উপজেলার মিরুখালী ইউনিয়নের অহেদাবাদ গ্রামের নূর-আলা নূর ইসলামিয়া দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্রী। সে ওই গ্রামের অটোরিকশাচালক আব্দুর রহমানের মেয়ে। তার মা সম্প্রতি জর্ডান থেকে দেশে এসেছেন। বক্তারা বাল্যবিয়ে ঠেকাতে মাদ্রাসাছাত্রী নুশরাত জাহান মিমের সাহসী কাজের প্রশংসা করেন ও মিমকে ধন্যবাদ জানান। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বশির আহম্মেদ মাদ্রাসাছাত্রী মিমের মাকে সেলাইমেশিন কিনে দেওয়ার পাশাপাশি মিমের লেখাপড়ার জন্য আর্থিক খরচ দেওয়ার ঘোষণা দেন।