মাইকিং করে ৫ মণের শাপলাপাতা মাছ কেটে বিক্রি, ক্রেতাকে সাজা

দেশ জনপদ ডেস্ক | ১৯:০৯, ডিসেম্বর ২১ ২০২১ মিনিট

নিজস্ব প্রতিবেদক॥ প্রকাশ্যে মাইকিং করে পটুয়াখালীর কলাপাড়ায় পাঁচ মণ ওজনের শাপলাপাতা মাছ কেটে বিক্রি করার সময় এক ক্রেতাকে জরিমানা করা হয়েছে। এ সময় বিক্রেতা পলাতক ছিলেন। মঙ্গলবার সকালে পৌর শহরের মাছবাজারে এ ঘটনা ঘটে। জানা যায়, সকালে কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জগৎবন্ধু মণ্ডলের নেতৃত্বে এ অভিযানে এক ক্রেতাকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। তবে এ সময় নিষিদ্ধ এ মাছ বিক্রির সঙ্গে জড়িতরা পালিয়ে যান। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জগৎবন্ধু মণ্ডল জানান, বন্যপ্রাণী সংরক্ষণ আইনে স্ট্রিংরে বা শাপলাপাতা মাছ ধরা ও বিক্রি নিষিদ্ধ। তাই মাছ ক্রয়ের অভিযোগে মনির মুসল্লিকে বাংলাদেশ বন্যপ্রাণী সংরক্ষণ আইন ২০১২-এর ৩৪(খ) লঙ্ঘনে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় টুকরো করা মাছটি জব্দ করে বন কর্মকর্তার জিম্মায় দেওয়া হয়েছে ধ্বংসের জন্য। কলাপাড়া উপজেলা বন কর্মকর্তা আব্দুস সালাম জানান, জব্দ করা মাছ ধ্বংস করে মাটিচাপা দেওয়া হয়েছে। শাপলাপাতা মাছটির বিক্রেতার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।