মোহরানা বেশি লেখায় কাজীকে পেটানো সেই ছাত্রলীগ নেতাসহ ১১ জনের নামে মামলা

দেশ জনপদ ডেস্ক | ২০:২৭, ডিসেম্বর ১৪ ২০২১ মিনিট

নিজস্ব প্রতিনিধি ॥ বিয়ে পড়ানোর পর কাজীকে পিটিয়ে গুরুতর আহত করা সেই পটুয়াখালীর দশমিনা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসান সেরনিয়াবাদসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছে বিয়ে পড়ানো কাজী। সোমবার (১৩ ডিসেম্বর ) আহত কাজী খলিলুর রহমান বাদি হয়ে পটুয়াখালী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাসান সেরনিয়াবাদকে প্রধান করে মামলা দায়ের করেন। বাদি দ্রুত বিচার দাবি করলে বিজ্ঞ আদালত আমলে নিয়ে মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন। দ্রুত প্রতিবেদন আদালতে জমা দেয়ারও নির্দেশ প্রদান করেছেন আদালত। বাদির আইনজীবী ইকবাল হোসাইন এ তথ্য নিশ্চিত করেন। স্থানীয় সূত্রে জানায়, উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের বেতাগী গ্রামের ফজলুল হক মেলকারের বিবাহিত মেয়ে ফাহমিদা নাসরিন চায়নার সাথে দীর্ঘদিন যাবত হাসান সন্নামতের পরকিয়া প্রেম চলে আসছিল। এ নিয়ে কয়েক দফা পারিবারিক ও স্থানীয় ভাবে শালিস মিমাংশার ঘটনা ঘটে। পরকিয়া প্রেম থেকে সরে আসতে মেয়ের পরিবারের পক্ষ থেকে হাসান সেরনিয়াবাদকে ফিরে যেতে একাধিক বার বলা হয়। গত বৃহস্পতিবার (৯ই ডিসেম্বর) রাতে ফাহমিদা নাসরিন চায়নাকে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্বজনদের নজরে পড়ে। পরে ওই রাতে মেয়ের বাবার ঘরে বিয়ের আয়োজন করা হয়। বিয়েতে উভয় পরিবারের উপস্থিতি ও সম্মতিতে ১০ লাখ টাকা দেনমোহর ধার্য করে কাবিন রেজিষ্ট্রি করেন কাজী মাওলানা খলিলুর রহমান। পরে হাসান সেরনিয়াবাদ পরীক্ষা দেয়ার কথা বলে ওই রাতেই সদ্য শশুর বাড়ি থেকে বেড়িয়ে সন্ত্রাসী লোকজন নিয়ে কাজীর বাড়ি গিয়ে কাবিনের কাগজপত্র দিতে বলে। কাজী অস্বীকৃতি জানালে কৎীর ওপর হামলা চালায় তারা।