প্রবাস ফেরত গৃহবধূকে অ্যাসিড নিক্ষেপ

দেশ জনপদ ডেস্ক | ১৯:০৭, ডিসেম্বর ০১ ২০২১ মিনিট

নিজস্ব প্রতিনিধি ॥ বরগুনার তালতলী উপজেলায় সেলিনা বেগম নামে প্রবাস ফেরত এক গৃহবধূকে অ্যাসিড নিক্ষেপ করে ঝলসে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। অ্যাসিড নিক্ষেপে ওই গৃহবধূর মুখমণ্ডল ও শরীর ঝলসে গেছে। মঙ্গলবার গভীর রাতে উপজেলার কড়াইবাড়িয়া ইউনিয়নের উত্তর ঝাড়াখালী গ্রামে এ ঘটনা ঘটে। ঝলসে যাওয়া সেলিনা বেগমকে (৩৫) উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন স্বজনরা। জানা গেছে, গত পাঁচ বছর পূর্বে জালাল উদ্দিন ও তার স্ত্রী সেলিনা বেগম চাকরির সুবাদে সৌদি আরবে যান। প্রাণঘাতী করোনাভাইরাসের প্রভাবে গত বছর সেলিনা বেগম দেশে আসেন। ওই সময় থেকে তিনি তার বাবার বাড়িতেই অবস্থান করছিলেন। মঙ্গলবার দিবাগত রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাহিরে গেলে মুখোশ পরিহিত এক ব্যক্তি তার মুখমণ্ডলে অ্যাসিড নিক্ষেপ করে পালিয়ে যায়। এতে ওই গৃহবধূর মুখমণ্ডল ও শরীর ঝলসে যায়। অ্যাসিডে ঝলসে যাওয়া গৃহবধূর জামাতা মো. আতিকুর রহমান বলেন, সেলিনা বেগমকে অ্যাসিড মেরে ঝলসে দেওয়া হয়েছে। তালতলী থানার ওসি মো. শাহাদাত হোসেন তপু বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।