তিন ভাইয়ের ৬ বছর করে কারাদণ্ড

দেশ জনপদ ডেস্ক | ২১:০৫, নভেম্বর ২৩ ২০২১ মিনিট

নিজস্ব প্রতিনিধি ॥ বরিশালের বাকেরগঞ্জ উপজেলার আড়াইবেকী এলাকায় জালিয়াতির মাধ্যমে জমি আত্মসাতের অভিযোগে করা মামলায় তিন ভাইকে ছয় বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৩ নভেম্বর) বিকালে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মহিবুল হাসান রায়টি ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- আড়াইবেকী এলাকার মৃত আজিজ হাওলাদারের ছেলে আশরাফ আলী, মজিদ হাওলাদার ও ফরিদুল ইসলাম। রায় ঘোষণাকালে প্রথম দুজন উপস্থিত থাকলেও ফরিদুল পলাতক। আদালতের বেঞ্চ সহকারী নাসির খান জানান, বাদী মোফাজ্জেল হাওলাদারের পৈতৃক ২২ শতাংশ জমি আসামিরা ২৭ শতাংশ দাবি করে জাল দলিল তৈরি করে। জাল দলিল দিয়ে তারা জমি দখলের চেষ্টা চালায়। বাদী বাধা দিলে খুন জখমের ভয়ভীতি দেখায়। এ ঘটনায় ২০১৮ সালের ২৭ সেপ্টেম্বর বাদী মূল দলিলের সহি মোহর নকল উত্তোলন করে দেখেন আসামি পক্ষ জালিয়াতি করেছে। তিনি আরও জানান, এ ঘটনায় ওই বছরের ১৪ অক্টোবর একই এলাকার বাসিন্দা মোফাজ্জেল হাওলাদার বাদী হয়ে ওই তিনজনকে আসামি মামলাটি করেন। ডিবির এসআই মিজানুর রহমান তদন্ত করে আসামিদের অভিযুক্ত করে প্রতিবেদন দাখিল করেন। তিন জনের সাক্ষ্যগ্রহণ শেষে ওই তিন আসামিকে কারাদণ্ড দেন বিচারক।