‘খালেদা জিয়ার জীবন রক্ষায় প্রয়োজনে জীবন উৎসর্গ করব’

দেশ জনপদ ডেস্ক | ১৮:২৯, নভেম্বর ১৮ ২০২১ মিনিট

  নিজস্ব প্রতিনিধি।। প্রায় এক যুগ পর দেশে ফিরলেন ৬ মানসিক ভারসাম্যহীনঘরের মাটিতে বাংলাদেশ বিশ্বের যে কোন দলকে হারাতে পারে : বাবর আজমওসির নম্বর ক্লোন করে প্রার্থীদের কাছে ফোন, সতর্ক থাকার আহ্বানবন্যা-ভূমিধসে বিপর্যস্ত ব্রিটিশ কলম্বিয়া, জরুরি অবস্থা জারি২০২২ সালের পরীক্ষাও সংক্ষিপ্ত সিলেবাসেস্কুলে ডেকে নিয়ে শিক্ষর্থীকে ধর্ষণ, শিক্ষকের যাবজ্জীবনএকসাথে ৩ পুত্র সন্তানের জন্মচট্টগ্রাম শহরে ঝুলন্ত তার থাকবে না : বিদ্যুৎ প্রতিমন্ত্রী২৫ নভেম্বর থেকে সব কোচিং সেন্টার বন্ধকক্সবাজারে অস্ত্রসহ আটক দেশের স্বাধীনতায় খালেদা জিয়ার অবদান রয়েছে দাবি করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের নেত্রীর (খালেদা জিয়া) জীবন রক্ষার জন্য প্রয়োজনে আমরা আমাদের জীবন পর্যন্ত উৎসর্গ করব। আসুন সেভাবে আমরা প্রস্তুতি নেই, সেভাবে কাজ করি। ফখরুল বলেন, এই নেত্রীর যে অবদান তাকে অপমান করা মানে বাংলাদেশের স্বাধীনতাকে অপমান করা।   আজ দুপুরে জাতীয় প্রেসক্লাবে মওলানা ভাসানীর ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপি গঠিত মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী উদযাপন কমিটির আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বিএনপি মহাসচিব আরও বলেন, দেশনেত্রী খালেদা জিয়ার অসুখ এমন পর্যায়ে পৌঁছেছে যে চিকিৎসকরা বলছেন তার দেশের বাইরে চিকিৎসা করাটা অত্যন্ত জরুরি। তারা বলছেন তাকে বিদেশে পাঠালে তিনি সুস্থ হবেন। আমরা আবারও আহ্বান জানাতে চাই, অবিলম্বে দেশনেত্রী খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ব্যবস্থা করুন। তার জীবন রক্ষা হোক, এর সঙ্গে রাজনীতিকে নিয়ে আসবেন না। আলোচনা সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানের সভাপতিত্বে ও কৃষকদল নেতা এসকে সাদীর পরিচালনায় আরও বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, আহমেদ আযম খান, প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ, চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম, মহানগর উত্তরের আহবায়ক আমান উল্লাহ আমান, সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী প্রমুখ।