২ ডিসেম্বর এইচএসসি পরীক্ষা শুরু, পরীক্ষার্থী ১৩ লাখ ৯৯,৬৯০

দেশ জনপদ ডেস্ক | ১৮:০৬, নভেম্বর ১৮ ২০২১ মিনিট

নিজস্ব প্রতিনিধি।। এইচএসসি পরীক্ষা শুরু হচ্ছে আগামী ২ ডিসেম্বর। পরীক্ষায় ১৩ লাখ ৯৯ হাজার ৬৯০ জন। এর মধ্যে ছাত্র সংখ্যা ৭ লাখ ২৯ হাজার ৭৩৮ জন। ছাত্রী ৬ লাখ ৬৯ হাজার ৯৫২ জন। বৃহস্পতিবার শিক্ষামন্ত্রী তার দপ্তরে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।   শিক্ষামন্ত্রী জানান, এবার সাধারণ ৯টি শিক্ষাবোর্ডে পরীক্ষা দিছে ১১ লাখ ৩৮ হাজার ১৭ জন। এর মধ্যে ছাত্র ৫ লাখ ৬৩ হাজার ১১৩ জন। ছাত্রী ৫ লাখ ৭৪ হাজার ৯০৪ জন। মাদ্রাসা বোর্ডের অধীনে আলিম পরীক্ষা দিচ্ছে ১ লাখ ১৩ হাজার ১৪৪ জন। ছাত্র ৬১ হাজার ৭৩৮ জন। ছাত্রী ৫১ হাজার ৪০৬ জন।   এছাড়া এইচএসসি ( বিএম/ ভোকেশনাল) পরীক্ষা দিচ্ছে ১ লাখ ৪৮ হাজার ৫২৯ জন। ছাত্র ১ লাখ ৪ হাজার ৮২৭ জন। ছাত্রী ৪৩ হাজার ৬৪২ জন।