ছিনতাই হওয়া ইভিএম মেশিন ৫ দিন পর উদ্ধার

দেশ জনপদ ডেস্ক | ১৯:৩৯, নভেম্বর ১৭ ২০২১ মিনিট

নিজস্ব প্রতিনিধি ॥ দ্বিতীয় ধাপে ১১ নভেম্বর ইউপি নির্বাচনে পটুয়াখালীর গলাচিপায় পানপট্টি ইউনিয়নের নির্বাচনে ব্যবহৃত ছিনতাইকৃত ইভিএম মেশিন ৫ দিন পর উদ্ধার ও এর সঙ্গে জড়িত ৩ জনকে গ্রেফতার করেছে গলাচিপা থানা পুলিশ। মঙ্গলবার বেলা ১১টায় গলাচিপা থানা কমপ্লেক্সের সামনে উদ্ধারকৃত ইভিএম মেশিন ও গ্রেফতারকৃতদের সামনে বিষয়টি নিশ্চিত করেন গলাচিপা থানার ওসি এমআর শওকত আনোয়ার। ছিনতাইয়ের সঙ্গে জড়িত পানপট্টি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের গ্রামর্দন গ্রামের আমির হাওলাদারের ছেলে জামাল (৪০), একই গ্রামের মৃত ফজলুল করিমের ছেলে জাকির (৩৮) ও হানিফ হাওলাদারের ছেলে জীবনকে (৩৭) গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে এমআর শওকত আনোয়ার জানান, ইভিএম মেশিন ছিনতাইয়ের সঙ্গে জড়িত সবাইকে গ্রেফতার করার জন্য অভিযান অব্যাহত আছে এবং গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করার প্রক্রিয়া অব্যাহত রয়েছে।