কুয়াকাটায় অতিথি পাখি অবমুক্ত

দেশ জনপদ ডেস্ক | ১৭:৪৭, নভেম্বর ১৬ ২০২১ মিনিট

নিজস্ব প্রতিনিধি ॥ পর্যটন কেন্দ্র কুয়াকাটায় বিভিন্ন প্রজাতির ৭টি অতিথি পাখি অবমুক্ত করেছে বনবিভাগ। মঙ্গলবার সকাল ১১টায় সৈকতের জিরো পয়েন্ট এলাকায় এ পাখি অবমুক্ত করা হয়। এ সময় বন বিভাগ, ট্যুরিস্ট পুলিশ ও পর্যটকসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন। পাখিগুলো হচ্ছে ২ টি ইউরোসিয়ো অতিথি হাঁস, ১টি টিয়া, ২টি কালিম, ১টি উত্তুরে খুনতি হাঁস, ১টি টিকি হাঁস। বন বিভাগ মহিপুর রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান, এ পাখিগুলো একটি সংগঠনের সদস্যরা উদ্ধার করেছে। পরবর্তীতে তারা পাখিগুলোকে উন্মুক্ত করার জন্য পটুয়াখালী বন বিভাগের কাছে হস্তান্তর করে। সেই পাখিগুলো স্থানীয়দের উপস্থিততে উড়িয়ে দেয়া হয়েছে।